মলদ্বীপের একদল নাগরিক ও ভারতীয়দের মধ্যে মারামারির খবর মিলেছে। এই সংঘর্ষের ঘটনায় দু'জন আহত꧑ হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে মালে থেকে𒁏 প্রায় ৭ কিলোমিটার উত্তর-পূর্বে হুলহুমালের সেন্ট্রাল পার্কের কাছে দুই গোষ্ঠীর মধ্যে স𒈔ংঘর্ষ হয়।
নিউজ পোর্টাল আধাধু জানিয়েছে, মলদ্বীপের এক নাগরিককে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে আহতদের নাগরিকত্ব সম্পর্কে কিছু জানায়নি পুলিশ। 🐲;
পুলিশ জানিয়েছে, পার্কের ভিতরে একদল মলদ্বীপবাসী ও ভারতীয়দের⛦ মধ্যে সংঘর্ষ শুরু হয় এ💙বং তা নিয়ে তদন্ত চলছে।
গুরুতর আহত দু♊'জনকে হুলহুমালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে𝐆ছে। পরে তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
গত বছর চিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহম্মদ মুইজু ক্ষমতায় আসার পর থেকেই ভারত ও মলদ্বীপের মধ্য়ে সম্পর্কের অবনতি হয়।
এর সম্প🔥র্কের অবনতির জেরে একের পর এক ঘটনা। ক্ষমতায় আসার পর তিনি প্রথম যে প্রতিশ্রুতি নিয়েছিলেন তা ছিল মলদ্বীপের বিশাল সমুদ্রসীমান্ত๊ে টহল দেওয়ার জন্য মোতায়েন ভারতীয় নিরাপত্তা কর্মীদের উচ্ছেদ করা।
চলতি বছরের জানুয়ারিতে মলদ্বীপের উপমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর প্রধানমন্🔯ত্রী নরꦐেন্দ্র মোদির বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা নিয়ে বিতর্কের পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে।
গত মাসে মহম্মদ মুইজু ভারত বিরোধী বক্তব্য জোরদার করেন এবং ভারত মহা🌌সাগরীয় দ্বীপপুঞ্জ থেকে ভারতীয় সেনাদের🐲 চলে যাওয়ার জন্য ১০ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়𝓡ের পর খাদ্য নিরাপত্তা ও প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতের ওপর নির্ভরশীলতা থেকে মালদ্বীপকে সরিয়ে আনতে চেয়েছেন মুইজু। মেডিকেল ইভাকুয়েশন সার্ভিসের জন্য শ্রীলঙ্কার সঙ্গে ব্যবস্থা চূড়ান্ত করার পাশাপাশি, মুইজুর সরকার সামুদ্রিক নজরদারির জন্য ড্রোন ব্যবহারের জন্য তুরস্কের সঙ্গে এবং প্রাণঘাতী নয় এমন সামরিক 🅠সরঞ্জাম ও প্রশিক্ষণ সরবরাহের জন্য চিনের সঙ্গে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছে।
তিনি তার পূর্বসূরি ইব্রাহিম মহম্মদ সলিহ🐟কে একজন 'বিদেশি রাষ্ট্রদূতের' নির্দেশে কജাজ করার জন্যও অভিযুক্ত করেছেন।
এসবের মধ্য়েই এবার মলদ্বীপে ভারতীয় ও মলদ্বীপের অধিবাসীদের মধ্য়ে সংঘর্ষের ঘটনা। এই ঘটনায় ২ জন আহত হয়েছেন বলে খবর। সব মিলিয়ে এই ঘটনার পরিণতি কী হতে পারে তা নিয়ে 🌜ইতিমধ্য়েই নানা চর্চা চলছে। এদিকে একাধিক মিডিয়ার প্রতিবেদন🦂ে জানা গিয়েছে, যাকে আটক করা হয়েছে সে সম্ভবত মলদ্বীপেরই লোক।