আবারও খাবারে সমস্যা দেখা দিল বন্দে ভারত এক্সপ্রে♔স♍ে। ২০২৪ সালের জুন মাসে যাত্রীদের পরিবেশন করা খাবার নিয়ে উঠেছিল অভিযোগ। মাত্র দুমাসের মধ্যে ফের আরও একবার বন্দে ভারতের খাবারের গুণমান নিয়ে উঠল প্রশ্ন। কী হয়েছে জানুন।
সম্প্রতি শিরডি থেকে মুম্বাই যাওয়ার পথে যাত্রীদের যে খাওয়ার দেওয়া হয়েছিল, তাতে পাওয়া গেল তেলাপোকা। এই অভিযোগের ছবি এবং ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, যা ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল। পোস্ট হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাঁর ডালে পেয়েছেন তেলাপোকা, যার ফলেই তৈরি হয়েছে 🍌বিপত্তি।
(আরও পড়ুন: অ্যালজাইমার চিকি🅺ৎসার ক্ষেত্রে আনা হল বিপ্লব, 🔴গবেষণায় খুশি চিকিৎসকরা)
রিক্কি জেসওয়ানি নামের ওই যাত্রী বন্ধে ভারত ট্রেনে শিরডি থেকে মুম্বই যাচ্ছিলেন। পথে রাতের খাবারের জন্য ট্রেন থেকে যে ডাল পরিবেশন করা হয়, তাতে তিনি দেখতে পান তেলাপোকা। সঙ্গে সঙ্গে তিনি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের কাছে লিখিত অভিযোগ জানান। শুধু তাই নয়, ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ ছবি এবং ভিডিয়ো পোস্ট করেন সো𝓰শ্যাল মিডিয়ায়।
রিক্কি জেসওয়ানি নামের ওই যাত্রী সোশ⛄্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমরা এখন শিরডি থেকে মুম্বই যাওয়ার পথে বন্দে ভারত ট্রেনে রাতের খাবার খাচ্ছিলাম। আমাদের যে ডাল পরিবেশন করা হয়, তাতে মৃত তেলাপোকা পেয়েছি আমরা। ম্যানেজার নিশ্চিত করেছেন এটি। একটি লিখিত অভিযোগ আমরা দায়ের করেছি, যার নম্বর ১৬১০৩, ১৯.০৮.২০🐟১৪। এটা কি নতুন ভারত?
বন্দে ভারতে থাকা ওই যাত্রীর এই ছবি এবং ভিডিয়ো দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। শুধু তাই নয়, এক এক্স ব্যবহারকারী লিখিত অভিযোগ এবং ভাইরাল ভিডিয়ো🥀র ছবি টুইট🍬 করেছেন, যেখানে ট্রেনে পরিবেশিত খাবারের স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তা নিয়ে অভিযোগ করতে দেখা যায়।
(আরও পড়ুন: খেতে বসে অতিরিক্ত মাংস খেয়ে ফেলেন? এই চারটি 🌼উপায়ে কমাতে পারবেন মাংস খাওয়া)
X হ্যান্ডেলে পোস্ট করা এই ছবি এবং ভিডিয়োর উত্ꦗতরে আইআরসিটিসি লিখেছে, স্যার আপনার অসুবিধার জন্য গভীরভাবে অনুতপ্ত আমরা। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। পরিষেবা প্রদানকারীর ওপর জরিমানা আরোপ করা হয়েছে এবং আধিকারিকদের রান্নাঘরে ইউনিট পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করার জন্য নিযুক্ত করা হয়েছে। আশা করি, এরপর থেকে আর কোনও সমস্যা হবে না আপনাদের।