সরকার স্বাস্থ্যকেন্দ্রের টিকা বেসরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। সেজন্য টাকা নিচ্ছেন কর্নাটকের বিজেপি সাংসদ তেজস্বী যাদবের বিধায়ক কাকা রবি সুব্রমান্য। এমনই অভিযোগ তুলে তেজস্বী ও তাঁর কাকার বিরুদ্ধে এফআইআর দায়েরে🐎র দাবি করল কংগ্রেস।
নয়াদিল্ল﷽িতে সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা পবন খেরা এবং শ্রীনিবাসন ভি অভিযোগ করেন, একটি ফাঁস হওয়া অডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) এক ব্যক্তিকে বলতে শোনা যায়, টিকা বেচে যে আয় হয়, তার একটি অংশ যাচ্ছে বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতির কাকার কাছে। পবন বলেন, ‘অডিয়োয় একটি বেসরকারি হাসপাতালে সুপারভাইজারকে বলতে শোনা যায় যে (টিকার জন্য) ৯০০ টাকার মধ্যে ৭০০ টাকা দিতে হবে বাসাভনগুড়ির বিজেপি বিধায়ক এবং তেজস্বী সূর্যের কাকা রবি সুব্রমান্যকে।’
তারইমধ্যে শুক্রবার সন্ধ্যায় ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মীও ত🐻েজস্বী ও তাঁর কাকার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। যদিও কোনও এফআইআর দায়ের করা হয়নি। তেজস্বী এবং সুব্রমান্যের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তুলেছে কংগ্রেস। সেইসঙ্গে তেজস্বীকে লোকসভা এবং সুব্রমান্যকে কর্নাটক বিধানসভা থেকে বহিষ্কৃত করারও দাবি করা হয়েছে। পবন বলেন, 'যখন মানুষ পাগলের মতো টিকা নেওয়ার চেষ্টা করছেন, তখন বিজেপি নেতারা সুযোগ খুঁজছেন এবং টাকা উপার্জন করছেন। সাধারণ মানুষের জন্য যখন সরকারি হাসপাতালে টিকা পাওয়া যাচ্ছে না, তখন তা কীভাবে বেসরকারি হাসপাতালে পাওয়া যাচ্ছে?'
তবে ওই বেসরকারি হাসপাতালের তরফে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের তরফে একটি বিবৃতি জারি করে দাবি করা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অডিয়োটি তৈরি করা হয়ে✅ছে। তা ভুয়ো। হাসপাতালের টিকাকরণের সঙ্গে বিধায়কের কোনও যোগ নেই। একইসঙ্গে সরকারের নির্ধারিত দামেই করোনা টিকা দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।