সদ্য কন্নড়ভূম জয় করেছে কংগ্রেস। বিজেপিকে তাবড় ধাক্কা দিয়ে এই জয় কার্যত সাম্প্রতিক রাজনীতিতে হাত শিবিরের বড়সড় স্বস্তি। এদিকে, সেই জয়ের পর কর্ণাটকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে শিবকুমার ও সিদ্দারামাইয়ার মধ্যে একজনকে বাছতে বেশ বেগ পেতে হয়েছে হাইকমান্ডকে। এদিকে, তারই মাঝে কর্ণ💯াটকে কংগ্রেসের বর্ষীয়ান নেতা টিবি জয়চন্দ্রের ছোট্ট ৭ বছর বয়সী না🐈তনি, রাহুল গান্ধীকে চিঠি লিখে তার দাদুর জন্য মন্ত্রিত্বের আর্জি জানিয়েছে।
জানা গিয়েছে, টিবি জয়চন্দ্রের নাতনি,🅺 রাহুল গান্ধীকে লেখা তার চিঠিতে জানিয়েছে, ‘ প্রিয় রাহুল গান্ধী, আমি টিবি জয়চন্দ্রের নাতনি। আমার দাদুকে মন্ত্রী করা হয়নি। ফলে আমি খুব বিরক্ত। তাঁকে মন্ত্রী করা হোক, কারণ তিনি পরশ্রমি, মানুষকে ভালোবাসেন আর সকলকে সাহায্য করেন। তাঁকে মন্ত্রী কর𒊎ে দেওয়া হোক।’ এক সাত বছর বয়সী ছোট্ট মেয়ের কন্নড় রাজনীতি সম্পর্কে এই চিঠি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ আলোচিত বিষয়। এদিকে, এত ছোট বয়সী মেয়ের দাদুর রাজনৈতিক জীবন নিয়ে চিন্তা ভাবনা সম্পর্কে জয়চন্দ্রের পরিবারের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে ধরে মিডিয়া। জয়চন্দ্রের ছেলে সন্দীপ টিজে জানিয়েছেন, ‘ যখন জানা যায় যে ওর (জয়চন্দ্রের নাতনি)র দাদুকে মন্ত্রী করা হয়নি, তখনই আমরা টিভি দেখছিলাম। আর এই খবর টিভিতে দেখে ও (জয়চন্দ্রের নাতনি) খুব বিরক্ত হয়। সঙ্গে সঙ্গে ও কাঁদতে থাকে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করি, তখনই ওকে বেঝাতে গিয়ে বলা হয় রাহুল গান্ধীকে চিঠি লিখতে। ও ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আর চিঠিটি লিখেছে।’
উল্লেখ্য, টিবি জয়চন্দ্রের নাতনি বর্তমানে পড়ে তৃতীয় শ্রেণিতে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা ওই ছোট্ট মেয়ের কন্নড় রাজনীতির মন্ত্রিত্ব ও মন্ত্রিস✤ভা সম্পর্কে এই সচেতন ধারণা অনেকেরই নজর কেড়েছে। এদিকে, সদ্য কর্ণাটকে মন্ত্রিসভার শপথ গ্রহণ হয়েছে। সেরাজ্যের মু♐খ্যমন্ত্রীর পদে রয়েছেন সিদ্দারামাইয়া। আর উপমুখ্যমন্ত্রী হয়েছেন ডিকে শিবকুমার।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App 🍃ডাউনলোড করার লিঙ্ক