যত দিন যাচ্ছে, ভারতে করোনাভাইরাসের প্রকোপ তত বাড়ছে।
যত দিন যাচ্🥀ছে, ভারতে করোন🔯াভাইরাসের প্রকোপ তত বাড়ছে। টানা দু'দিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
01 Apr 2020, 11:45 PM IST
ভারতে আক্রান্ত বেড়ে ১,৮৩৪
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৮৩৪। মারা গিয়েছেন এখনও পর্যন্ত ৪১ জন। ১৪৪ জন সুস্থ 𓆏হয়ে ছাড়া 🎐পেয়েছেন। এই তথ্য জানিয়েছে এএনআই।
01 Apr 2020, 10:20 PM IST
মারা গেলেন ধারাভির করোনা আক্রান্ত
এশিয়ার বৃহত্তম মুম্বইয়ের ধারাভি বস্তির প্রথম🔜 করোনা সংক্রামিত ব্যক্তি মারা গেলেন। 🔯বুধবার রাতে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
01 Apr 2020, 10:20 PM IST
নিজামুদ্দিন ফেরতদের অভব্য আচরণ
উত্তর রেলের তরফে অভিযোগ করা হয়েছে, দিল্লির নিজামুদ্দিন মারকাজ থেকে উদ্ধার করে রেলওয়ের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা ধর্মীয় প্রচারকরা অত্যন্ত অভব্য আচরণ করছেন। অভিযোগ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে তাঁরা থুতু ছেটাচ্ছেন ও গালিগালাজ করছেন। সেই সঙ্গে খাবারের জন্য অযৌক্তিক দাবি জ🥀ানাচ্ছেন। সেই সঙ্গে, নিষেধাজ্ঞা না মেনে কোয়ারেন্টাইন সেন্টারের যত্রতত্রꩲ তাঁরা ঘুরেও বেড়াচ্ছেন বলে অভিযোগ।
01 Apr 2020, 09:53 PM IST
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে আজ মৃত আরও ৪
মহারাষ্ট্র : আজ আরও চারজনের মৃত্যু হয়েছে। ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। আক্রান্ত বেড়ে দাঁড়🉐িয়েছে ৩৩৫। ৪১ জন সুস্থ হয়ে উঠেছেন।
01 Apr 2020, 09:40 PM IST
দিল্লিতে ৫৩ করোনা আক্রান্তের নিজামুদ্দিন যোগ
দিল্লি ൲: দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে দাঁড়াল ১৫২। তাঁদের মধ্যে ৫৩ জন মার্কাজ নিজামুদ্দিনের। জানাল দিল্লি সরকার।
01 Apr 2020, 08:18 PM IST
বিশ্বের অন্যতম বৃহত্তম বস্তি ধারাভিতেও করোনার থাবা, আক্রান্ত ১
মুম্বই : বিশ্বের বৃহত্তম বস্তি ধারাভিতেও এবার করোনাভাইরাসের থাবা। ধারাভির শাহু নগরে একজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। বৃহন্মুম্বই পুরনিগমের একটি 🃏দল ঘটনাস্থলে গিয়েছে। যে বাড়িতে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে, সেই এলাকাটি সিল করে দেওয়ার কথা ভাবছে পুলিশ।
01 Apr 2020, 08:08 PM IST
কেরালায় করোনা আক্রান্ত আরও ১২
কেরালা : আরও ২৪ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। কাসারগড়ে ১২ জন, এর্নাকুলামে তিনজন, তিরুবন্তপুরম, ত্রিশূর, মল্লপুরম ও কান্নুরে দু'জন এবং পাল্লাকড়ে একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৬৫। জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই 🦩বিজয়ন।
01 Apr 2020, 07:15 PM IST
জম্মু ও কাশ্মীরে করোনা আক্রান্ত ৬২
জম্মু ও কাশ্মীর : করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়াল 𓂃৬২। এর মধ্যে ৫৮ জন এখনও আক্রান্ত। ১৭,০৪১ জনের উপর নজরদারি চালানো হচ্ছে। জানালেন জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি (প্ল্💧যানিং) রোহিত কনসাল।
01 Apr 2020, 06:28 PM IST
প্রথম-অষ্টম শ্রেণী পর্যন্ত CBSE পড়ুয়াদের পরের ক্লাসে তুলে দেওয়া হবে, জানাল কেন্দ্র
করোনাভাইরাস পরিস্থিতিতে সিবিএসই বোর্ডের সব স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পরের শ্রেণীতে তুলে দেওয়া হবে। নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে পড়ুয়াদের পরের ক্লাসে পাঠানো হ🌄বে কিনা, তা স্কুলের ইন্টারনাল পরীক্ষার উপর নির্ভর করবে। জানালেন কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।
01 Apr 2020, 06:02 PM IST
পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ, বকেয়া টাকা চেয়ে মোদীকে চিঠি মমতার
কেন্দ্রের কাছে ২৫,০০০ কোটি টাকা আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি, রাজ্যের বকেয়া টাকা মেটানোর আর্জ♑ি জানালেন তিনি।
01 Apr 2020, 05:54 PM IST
হোম কোয়ারেন্টাইনে থাকলে কল ট্র্যাক করা হবে, জানালেন কেজরি
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল : মঙ্গলবার পুল﷽িশের হাতে ১১,০৮৪ ফ🦄োন নম্বর তুলে দিয়েছিলাম। আজ ১৪,৩৪৫ জনের নম্বর দেওয়া হয়েছে। যাঁদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, তাঁদের নম্বর এঘুলি। হোম কোয়ারেন্টাইনের নির্দেশ মানা হচ্ছে কিনা, তার উপর নজর রাখবে পুলিশ।
01 Apr 2020, 05:39 PM IST
মার্কাজের ৫৩৬ জন হাসপাতালে ভরতি, বললেন কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল : মার্কাজ থেকে যাঁদের বের করা হয়েছে, তাঁদের মধ্যে ৫৩৬ জনকে হাসপাতালে ভরতি🍸 করা হয়েছে। ১,৮১০ জনকে আইসোলেশন বা কোয়ারেন্﷽টাইন করা হয়েছে।
01 Apr 2020, 05:32 PM IST
দিল্লিতে করোনা আক্রান্ত ১১২
দিল্লি : আজ সকাল পর্যন্ত মোট ৭৬৬ জনকে হাসপাতালে ভ♔রতি করা হয়েছে। ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিরাও সম্ভবত সংক্রমিত। তাঁদের পরীক্ষা করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে একজন ভেন্টিলেটরে আছেন। তিনজনকে বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে। বাকিরা স্থিতিশীল। জানালেন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
01 Apr 2020, 05:29 PM IST
পঞ্জাবে করোনায় মৃত্যু চারজনের
প🅺ঞ্জাব : করোনায় ৪৬ জন আক্রান্ত হয়েছেন। চারজনের মৃত্যু হয়েছে।
01 Apr 2020, 05:28 PM IST
বিহারে করোনা আক্রান্ত ২৩, মৃত ১
বিহার : এখনও পর্যন্ত ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। জানালেন ব♎িহ𓆏ারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
01 Apr 2020, 03:44 PM IST
দিল্লিতে করোনা আক্রান্ত আর ২ চিকিৎসক
দিল্লিতে আরও দুই চিকিৎসক করোনায় আক্রান্ত। দু'জনেই সফদ🐻রজং হাসপাতালের চিকিৎসক। একজন পুরুষ চিকিৎসক। তিনি করোনাভাইরাস ইউনিটে কর্মরত ছিলেন। অপরজন বায়োকেমিস্ট্রি🌳 বিভাগের স্নাতকোত্তর তৃতীয় বর্ষের ছাত্রী। তাঁর বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে।
01 Apr 2020, 03:41 PM IST
এক কলকাতার বাসিন্দা-সহ উত্তরপ্রদেশে ৯ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হল, রয়েছে নিজামুদ্দিন যোগ
উত্তরপ্রদেশ : সাত ইন্দোনেশিয়ান, একজন কলকাতা ও একজন কেরালার বাসিন্দাকে আবদুল্লা মসজিদের (প্রয়াগরাজ) সামনে দেখা যায়। তদন্তের সময় জানা যায়, তাঁরা নিজামুদ্দিন জমায়েতে যোগ দিয়েছিলেন। তাꦗঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদের সংস্পর্শে আসা ২৮ জনকেও কোয়ারেন্ট🅠াইন করা হয়েছে। জানালেন প্রয়ারাজের পুলিশ সুপার।
01 Apr 2020, 03:01 PM IST
করোনা পরিস্থিতি নিয়ে আগামীকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর
করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আগামীকাল সব রাজ্যের মু🦹খ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
01 Apr 2020, 02:43 PM IST
করোনায় সংক্রামিত হয়েছেন ভেবে আত্মঘাতী তরুণী
করোনায় সংক্রামিত হয়েছেন। সেই আতঙ্কে আত্মহ𝄹ত্যা করলেন এক তরুণী। তিনি বি.টেক ফাইনাল ইয়ারের প🌳ড়ুয়া ছিলেন। ঘটনাটি তেলাঙ্গানার।
01 Apr 2020, 02:41 PM IST
ইন্দোরে আরও ১৯ জনের দেহে করোনা
মধ্যপ্রদেশ : ইন্দোরে আরও ১৯ জ🅘নের দেহে করোনার অস্তিস্ব পাওয়া গিয়েছে। অধিকাংশ ব্যক্তিই আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। ইন্দোরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩। ৬০০ জনেক কোয়ারেন্টাইন করা হয়েছে। জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রবীণ জাদিয়া।
01 Apr 2020, 02:12 PM IST
PM-CARES ফান্ডে ১,১২৫ কোটি অনুদান WIPRO-আজিম প্রেমজি ফাউন্ডেশনের
উত্তরপ্রদেশ : রাজ্যে প্রথম করোন꧃ায় মৃত্🌳যু। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০১।
01 Apr 2020, 02:02 PM IST
নিজামুদ্দিন যোগে লখনউয়ে ২৪ বিদেশি হাসপাতালে
উত্তরপ্রদেশ : নিজামুদ্দিনের জমায়েতে যোগ দেওয়া লখনউয়ের ১৮ জন বাসিন্দা এখনও ফেরেননি। জমায়েতে যোগ দিয়ে ২৪ জন বিদেশি লখনউয়ে এসেছিলেন, তাঁদের বলরা💛মপুর হাসপাতালে ভরতি করা হয়েছে। জানালেন লখনউয়ের পুলিশ কমিশনার সুজিত পান্ডে।
01 Apr 2020, 01:58 PM IST
করোনায় আক্রান্ত চিকিৎসক, বন্ধ হল দিল্লির ক্যানসার হাসপাতাল
দিল্লির একট 🧸সরকারি ক্যানস্যার হাসপাতালের চিকিৎসকের করোনা পজিটিভ এল। তার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউট। সম্প্রতি তিনি ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। যিনি কয়েকদিন আগেই ব্রিটেন থেক𝐆ে ফিরেছিলেন। আপাতত হাসপাতাল জীবাণুনাশক করা হচ্ছে।
01 Apr 2020, 01:04 PM IST
সাড়ে ১২ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত বাড়ল ২৪০, মৃত বেড়ে ৩৮
সাড়ে ১২ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত বাড়ল ২৪০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযা🍬য়ী, আজ সকাল ন'টা পর্যন্ত দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১,৬৩৭। ১৩২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। একজন অন্যত্র চলে গিয়েছেন।
01 Apr 2020, 11:26 AM IST
মার্কাজ থেকে বের করা হয়েছে ২,৩৬১ জনকে, জানালেন সিসোদিয়া
দিল্লির উপ-মুখ্যমন্তꦚ্রী মণীশ সিসোদিয়া : নিজামুদ্দিন🐎ের মার্কাজ থেকে ২,৩৬১ জনকে বের করা হয়েছে। ৬১৭ জনের উপসর্গ দেখা দিয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে ৩৬ ঘণ্টার এই অপারেশনে সামিল হয়েছিলেন, তাঁদের ধন্যবাদ জানাতে চাই।
কেন্দ্ꦦরীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি : তালিবানি ধাঁচে অপরাধ করেছে🎃 তাবলিঘি জামাত। এরকম অপরাধমূলক কাজ ক্ষমা করে দেওয়া যায় না। তাঁরা অসংখ্য মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। সরকারের নির্দেশ অমান্য করা এরকম লোকজন ও সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।
01 Apr 2020, 10:44 AM IST
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে ৩২০
মহারাষ্ট🍎্র : মুম্বইয়ে ১৬ ও পুণেতে আরও দু'জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর ফলে, রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়া🌠ল ৩২০। মৃত্যু হয়েছে ১২ জনের।
01 Apr 2020, 08:16 AM IST
করোনায় মৃত্যুর নিরিখে চিনকে ছাড়াল আমেরিকা
করোনায় মৃত্যুর নিরিখে চ🌳িনকে ছাড়িয়ে গেল আমেরিকা। চিনে ৩,৩০৫ জনের মৃত্যু হয়েছে। আমেরিকায় এখনও পর্যন্ত ৩,৮৮৯ জন মারা গিয়েছেন।
01 Apr 2020, 07:56 AM IST
লকডাউনের মধ্যে বাড়ি পৌঁছাতে মৃত্যুর ভান ব্যক্তির
চোটের কারণ গত সপ্তাহে হাসপাতালে ভরতি হয়েছিলেন এক ব্যক্তি। হাসপাতাল থেছে ছাড়া পাওয়ার পর বಞাড়ি পৌঁছাতে নিজের জাল ༒ডেথ সার্টিফিকেট বের করেন। তাতে মদত দেন তিনজন। তারপর অ্যাম্বুলেন্সে করে বাড়ির দিকে রওনা দেন। ইতিমধ্যে পুলিশ সেই অ্যাম্বুলেন্সকে চিহ্নিত করে। গ্রেফতার করা হয় চারজনকেই। তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ঘটনাটি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার।
01 Apr 2020, 07:46 AM IST
আমেরিকায় মৃত্যু ৮৬৫ করোনা আক্রান্তের, একদিনে সর্বোচ্চ
করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু হল আমেরিকায়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সূচক অনুযায়ী, গܫত ২৪ ঘণ্টায় ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা এএফপিয়ের খব🅰র।
01 Apr 2020, 07:46 AM IST
মহারাষ্ট্রে মৃত আরও এক করোনা আক্রান্ত
মহারাষ্ট💯্র : পালঘরে মৃত্যু হল এক করোনাভাইরাস আক্রান্ত প্রৌঢ়ের। গত ২৮ মার্চ থেকে হাসপাতালে ভরতি ছিলেন ৫০ বছরের ওই ব্যক্তি। জানাল পালঘর জেলা হাসপাতাল।