সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক ঘোষণা করে জানানো হয় যে আগামী ১ এপ্রিল থেকে দেশে আর বলবত থাকবে না বিপর্যয় মোকাবিলা আইন। অর্থাত্, করোনা সংক্রান্ত সকল প্রকারের বিধিনিষেধ প্রত্যাহার করা হচ্ছে এই দিন থেকে। তবে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, মাস্ক পরার বিষয়টি তখনও বাধ্যতামূলক থাকবে। তবে মানুষের মধ্যে মাস্ক পরা নিয়ে অনীহা দেখা গিয়েছে বহু ✤জায়গায়। বাসে বা ট্রেনে হোক বা আইপিএলের ম্যাচে স্টেডিয়ামে। মাস্কবিহীন মানুষ চোখে পড়ে সর্বত্র। এহেন মানুষদের মাস্ক পরতে বললে শোনা যায় নানান অজুহাত। অনেকে তো আবার পাল্টা যুক্তি দিয়ে নিজে❀র অবস্থানে অনড় থাকেন। এই পরিস্থিতিতে এবার রাজ্যগুলিকে নয়া নির্দেশিকা পাঠাল কেন্দ্র। নির্দেশিকায় বলা হয়েছে, নাগরিকদের মাস্ক পরতে বাধ্য করুন, এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করুন। পাশাপাশি রাজ্যগুলিকে কড়া নজরদারির উপর জোর দিতেও বলা হয়েছে।