গত ২৪ ঘণ্টায় ১৬১,৭৩৬ জনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। সোমবার ৮৮০ জনের মৃত্যু হয়েছে।এখনও পর্যন্ত দেশে মোট করোনা পজিটিভের সংখ্যা ১ কোটি ৩৬ লাখেরও বেশি। মোট করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখন বিশ্বের দ্বিতীয় স্থানে ভারত। প্রথম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট করোনা পজিটিভ কেসের সংখ্যা ৩ কোটি ১৮ লাখেরও বেশি। এখনও পর্যন্ত মোট ১৭১,০৮৯ জন ভারতীয় করোনায় প্রাণ হারিয়েছেন।মুম্বইয়ে চলতি মাসের সবচেয়ে কম দৈনিক সংক্রমণ হয়েছে সোমবার(৬,৯০৫)। তবে, মহারাষ্ট্রের করোনা সংক্রমণের সংখ্যা বেশ উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫১,০০০-এও বেশি করোনা আক্রান্তের হদিশ মিলেছে।দেশের রাজধানী এলাকায়ও হু হু করে বাড়ছে সংক্রমণ। একদিনে সেখানে নতুন করে ১১,৪৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন।ব্রাজিলকে টপকে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত-সহ দেশের তালিকায় এখন দ্বিতীয় স্থানে ভারত। তবে, এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তদের সংখ্যার নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে ভারত (১২,৬৪,৬৯৮)। সোমবার অ্যাক্টিভ করোনা পজিটিভের নিরিখে চতুর্থ স্থানে ছিল ভারত।দেশের সবচেয়ে বেশি করোনা বিধ্বস্ত পাঁচটি রাজ্য হল মহারাষ্ট্রে, কেরল, কর্নাটক, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ।