ওয়োরুমের মধ্যে দম্পতির গোপন সময়ের ছবি তুলে তা নিয়ে তা দেখিয়ে করা হচ্ছিল ব্ল্যাকমেইল। এই ঘটনায় নয়ডা পুলিশের হাতে ধরা পড়েছে দুজন। বিষ্ণু সিং ও আবদুল ওয়াহাব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নয়ডার ফেজ থ্রি পুলিশ স্টেশনের আওতাধীন এলাকায় 🐻এই ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, এই 🉐ঘটনায় অত্যন্ত ছক কষে এগিয়েছে অভিযুক্তরা।
উল্লেখ্য, গত মাসে ওই রুমটি বুক করে ছিল দুই অভিযুক্ত। তারা সেখানে গোপনে ক্যামেরাটি বসিয়ে দেয়। পরে গত সপ্তাহে ওই একই রুম তারা বুক করে। তারপর সেখান থেকে বের করে নেয় লোকানো ক্যামেরা। ততক্ষণে ক্যামেরা বন্দি হয় ওই ঘরে মাঝের সময়ে থাকা এক দম্পতির গোপন মুহূর্তের ছবি। অভিযুক্তরা ওই ভিডিয়ো দেখিয়ে দম্পতির থেকে টাকা আত্মসাৎ করার তালে ছিল। অভিযোগ যেতেই তাদের গ্রেফতার করে নয়ডা পুলিশ। পুলিশ জানিয়েছে, হোটেল বা তার স্টাফরা এরসঙ্গে যুক্ত নয় বলে জানা গিয়েছে। তবে সংস্থা ওয়ো নিজের মতো করে ꦛতদন্ত শুরু করেছে। এদিকে, গত একমাসে ওই রুমটিতে আর কারা কারা ছিলেন তাদের তথ্য বের করার চেষ্টা করছে পুলিশ। আর কেউ এই তোলাবাজি ব্লেকমেইলের শিকার হয়েছেন কি না, তা জানতেই এই উদ্যোগꦚ নিয়েছে পুলিশ। এদিকে, ঘটনার তদন্তে নেমেছে ওয়ো।
ধর্ষণের অꩲভিযোগ সৎ সন্তানের বিরুদ্ধে! রাষ্ট্রপতির কাছে 'ইউথনেশিয়া'র আর্জি মহিলার
এই ঘটনার সঙ্গে জড়িত মোট ৪ জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ভিডিয়ো হোল্ডার ক্যামেরা লাগিয়ে এই কাণ্ড করা হয়েছে। পুলিশের তথ্য অভিযুক্তরা একটি অবৈধ কল সেন্টার চালাত। সেই ব্যবসায় মুনাফায় কমতি ও ব্যবসার অবস্থা পড়ে যেতেই এই দিকে অগ্রসর হয় ও প্রতারকরা। হোটেলে দম্পতিদের গোপন মুহূর্তে ছবি তুলে এভাবে ব্ল্যাকমেইল করে যেত তারা। জানা যাচ্ছে, অবিযোগকারীদের সেই অর্থ দিতে অস্বীকার করলে বিপত্তি বাঁধত। এখনও পর্যন্ত অভিযুক্ত✤দের থেকে ১১ টি ল্যাপটপ,২২ টি মোবাইল, ২১ টি সিমকার্ড💎 উদ্ধার হয়েছে।