ভারতে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৫০,০০০-এর দোরগোড়ায় পৌঁছে গেল। তার জেরে মোট সংক্র🍨মিতের সংখ্যা ১৪ লাখের উদ্বেগজনক মাইলস্টোন পার করল।
আরও পড়ুন : বন্ধ হল ব্রিট♏িশ আমলের রীতি, রেলের খরচ কমাতে পথ ফুরোল ‘ডাক হরকরা’-র
কেন্দ্রীয় স্বাস্থ্য ꦛমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩৫,৪৫৩। তার মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় ৪৯,৯৩১ জন আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। পাশাপাশি জুলাইয়ে ৮৪৯,৯৬০ জন সংক্রমিতের হদিশ মিলেছে। যা মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশ।
আরও পড়ুন : 'তোমার সমস্যা হল ত𝔉ুমি অস্কার জিতেছো', রহমানকে কেন একথা বললেন শেখর কাপুর ?
দৈনিক আক্রান্তের নিরিখে রেকর্ড তৈরি হলেও গত কয়েকদিন ধরে মৃতের সংখ্যা মোটামুটি ৭০০-র মধ্যেই ঘোরাফেরা করছে। শেষ ২৪ ঘণ্টায় সেই ধারায় পরিবর্তন হয়নি। ওই সময়ের মধ্যে ৭০৮ জনের করোনায় মৃত্যু হয়ে𝐆ছে। সবমিলিয়ে দেশে ๊করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২,৭৭১। চলতি মাসের পয়লা তারিখে সেই সংখ্যাটা ছিল ১৮,৬৫৩।
আরও পড়ুন : বিতর্কিত জায়গায় পিলারের পর🌟 এবার বেড়া দিল নেপাল, উঠল ভারত বিরোধী স্লোগান
তারইমধ্যে সপ্তাহের প্রথম কাজের দিনে নয়া মাইলস্টোন পার করেছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায় ৩১,৯৯১ জন করোনা রোগী সেরে ওঠায় সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ꦉ৭,৫৬৭। রবিবারের রেকর্ডের তুলনায় সোমবার সুস্থ রোগীর সংখ্যা ৪,২০০-এর মতো কম। তা সত্ত্বেও পরপর দু'দিন দেশে সুস্থ রোগীর সংখ্যা ৩০,০০০-এর গণ্ডি পার করেছে। তার ফলে ভারতে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৯২ শতাংশ। অন্যদিকে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৮৫,১১৪।