মুখ্যমন্ত্রীদের ১৫ তারিখের মধ্যে লকডাউন শিথিলের ব্লুপ্রিন্ট দিতে বললেন প্রধানমন্ত্রী মোদী
6 মিনিটে পড়ুন Updated: 11 May 2020, 11:41 PM ISTআগামী দিনে কি লকডাউন বাড়বে, এই নিꦚয়ে ম্যারাথন বৈঠক হল সোমবার।
আগামী দিনে কি লকডাউন বাড়বে, এই নিꦚয়ে ম্যারাথন বৈঠক হল সোমবার।
সপ্তাহের শুরুর দিনে কোনও ভালো খবর নেই। আক্রান্তের সংখ্যা বেড়ে ৭০ হাজার পেরিয়েছে। করোনার কার্ভ চ্যাপ্টা হচ্ছে এমন কোনও ইঙ্গিত নেই। এরমধ্যে মঙ্গলবার থেকে চলবে যাত্রীবাহী ট্রেন। এদিন প্রাথমিক ভাবে চলছিল না আইআরসিটিসি-র ওয়েবসাইট। তারপর ছট൩া থেকে শুরু হয় বুকিং। অন্যদিকে মুখ্যমন্ত্রীদের সঙ্গඣে ম্যারাথন বৈঠকে লকডাউন নিয়ে তাদের কাছে এক্সিট স্ট্র্যাটেজির জন্য ব্লুপ্রিন্ট চাইলেন প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী এদিন বলেন যে একটি নয়া বাস্তব তাদের সামনে, সেটার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। প্রধানমন্ত্রী সব রাজ্যের নির্বাচিত প্রধানদের কাছে বলেন যে আমি চ🍌াই𝔉 আপনারা ১৫ তারিখের মধ্যে জানান কীভাবে নিজেদের রাজ্যে লকডাউন শিথিল করবেন। মোদী বলেন যে একটা নীল নকশা প্রস্তুত করুন যেখানে ধাপে ধাপে লকডাউন ওঠানোর বিভিন্ন আঙ্গিকের বিষয় আলোকপাত করা থাকবে।
‘জন সে লেকার জাগ তক’- অর্থাত্ মানব থেকে সমগ্র মানবতাকে সঙ্গে নিয়ে চলার আদর্শ নিয়ে এগিয়ে যেতে𝔍 হবে।
ম্যারাথন বৈঠকের শেষে প্রধানমন্ত্রী জানান দ্রুত যাতে অর্🔯থনীতি সচল হয়, সেই জন্য স❀চেষ্ট তিনি।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান : কনটেনমেন্ট ও🐻 রেড জোনে পুরো লকডাউন থাকা উচিত। রাত্রিকালীন কা♛র্ফু জারি করা উচিত।
লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিলেন হিমাচল প্রদেশের ম෴ুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি বলেন, 'লকডাউন জারি থাকা উচিত।'
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার : চলতি মাসে লকডাউন জারি থাক। যাতে যাঁরা ফিরে আসছেন, তাঁরা কোয়ার🅰েন্টাইনে গিয়ে সুস্থ হয়ে উঠতে পারেন। প্রাক্তন রেলমন্ত্রী হ⛎িসেবে ট্রেন চলাচলে অনুমতি দিতে বারণ করছি।
11 May 2020, 07:56 PM ISTপ্রয়োজনে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের করা হতে পারে। তেমনই বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি বলেন, 'প্রয়োজন হলে রাজ্যকে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। কারণ পুলিশ প্রচণ্ড চাপে রয়েছে এবং পুলিশকর্মীরও সংক্রামিত হচ্ছেন🎉।'
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ : পরিযায়ী শ্রমিকদের বিষয়ে আম🐼াদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ১০ লাখ শ্রমিক ইতিমধ্যে রাজ্যে পৌঁছে গিয়েছেন। ন'লাখ মানুষ হোম কোয়ারেন্টা👍ইনে আছেন। কমপক্ষে সাত লাখ মানুষের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। গরীবদের স্বার্থ সুরক্ষিত করতে আগামী ১০ দিনে শ্রমিকদের আমরা ২০ লাখ চাকরি দেওয়ার চেষ্টা করছি। নির্দিষ্ট কিছু সময়ের জন্য লকডাউন বাড়ানো উচিত।
11 May 2020, 07:11 PM ISTঅসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল : লকডাউনের মেয়াদ আরও দু'সপ্তাহ বাড়ানো হোক। বিধিনিষেধ শিথিল মানেই মানুষ পুরো বিষয়টি হ💞ালকাভাবে নেবেন। সেজন্য আমাদের আন্তঃরাজ্য চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তা যৎসামান্য রাখতে হবে। অসমে ট্রেন আসার ক্ষেত্রে ন্যূনতম এক সপ্তা🦩হের ব্যবধান রাখতে হবে।
বিমানে ওঠ𝔉ার আগেই বিদেশ ফেরতদের অ্যান্টিবডি টেস্টের পরামর্শ দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একইসঙ্গে রেড জোন ছাড়া অন্যান্য এলাকায় মেট্রো পরিষেবা চালুর দাবি জানালেন তিনি। তাঁর কথায়, ‘নির্দিষ্ট প্রোটোকল মেনে ঘরোয়া উড়ান পরিষেবা চালু করা উচিত। যাঁদের করোনার উপসর্গ আছে, তাঁদের উড়ানে ওঠার অনুমতি দেওয়া হবে না। নয়াদিল্লি থেকে কেরালার ট্রেনের জন্য অনুমতি চাওয়া হয়েছে। রাজ্যের কাছে যেরকম নাম নথিভুক্ত থাকবে, তার ভিত্তিতে টিকিট থাকবে। রাজ্যের সঙ্গে আলোচনা না করে ট্রেন চালালে গোষ্ঠীর মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়বে। যাতায়াতের ক্෴ষেত্রে বিধিনিষেধ জারি রাখতে হবে।’
11 May 2020, 05:56 PM ISTযাত্রীবাহী রেল পরিষেবা রেল পরিষেবা নিয়ে আপত্তি জানান তিন রাজ্য - তেলাঙ্গানা, ছত্তꦛিশগ♛ড় এবং মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরে বলেন, ‘শুধুমাত্র জরুরি পরিষেবার জন্য ট্রেন চালানো উচিত।’ আপত্তি জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও।
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী : করোনা পরিস্থিতির মোকাবিলার জন্য আমরা পুরোপুরি তৈরি। রেল পর꧂িষেবার অনুমতি দেওয়া উচিত নয়। কেন্দ্র উপযুক্ত কৌশল নির্ধারণ করুক এবং রেল পরিষেবা স্থগিত রাখুক।
11 May 2020, 04:39 PM ISTগুজরাতের মুখ্যমন্ত্রী : লকডাউন শুধুমাত্🐻র 'কনটেনমেন্ট জোন'-এ সীমাবদ্ধ রাখতে হবে। সতর্কতামূলক পদক্ষেপের সঙ্গে অর্থনৈতিক কাজকর্ম শুরু করতে হবে। গ্রীষ্মকালীন ছুটির পর স্কুল-কলেজ খোলা উচিত। ধীরে ধীরে গণ পরিবহন শুরু করা উচিত। আগামী ১৫ জুন পর্যন্ত প্রবীণ নাগরিকদের বাইরে বেরনো উচিত নয়।
বৈঠকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, 'সংকটের সময় কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে।' পাশাপাশি রাজ্য যাতে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন নির্ধারণ করতে পারে, সেজন্য অনুমতি চাইলেন বাঘেল। কেন্দ্রের থেকে আ⭕র্থিক সাহায্য চাইলেন তিনি।
11 May 2020, 03:57 PM ISTমমতা বন্ꦜদ্যোপাধ্যায় : সমস্ত সংবাদমাধ্যম বাংলার বিরুদ্ধে কথ𝓰া বলছে। সব রাজ্যকে সবার গুরুত্ব দিতে হবে। আমাদের টিম ইন্ডিয়া হিসেবে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সম্মান করুন।
মমতা বন্দ্যোপাধ্যায় : করোনা মোকাবিলায় রাজ্য হিসেবে আমরা প্রাণপণ চেষ্টা করছি। এরকম গুরুত্বপূর্ণ🌳 সময় কেন্দ্রের রাজনীতি করা উচিত নয়। আমরা আন্তর্জাতিক সীমান্ত ও বড় রাজ্য দিয়ে ঘেরা। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
11 May 2020, 03:33 PM ISTআমরা জোর দিয়েছি যে মানুষ যেখানে আছেন, সেখানেই থাকেন। কিন্তু এটা মানুষের ধর্ম যে তাঁরা বাড়ি ফিরতে চান। সেজন্য আমাদ🐷ের কিছু নিয়মে পরিবর্তন করতে হয়েছে। তা সত্ত্বেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে এবং গ্রামে যাওয়া থেকে আটকানো, আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।
আগামী পয়লা জুলাই পর্যন🔜্ত ব্রিটেনে লকডাউন চলবে। জানালেন সেদেশের প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশাপাশি, বিদেশ থেকে আগতদের খুব শীঘ্রই কোয়ারেন্টাইন রাখার প্রক্রিয়া শুরু হবে।
11 May 2020, 03:16 PM IST‘আরোগ্য সেতু’ অ্যাপের🉐 গুরুত্ব নিয়ে বৈঠকের শুরুতেই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা মানুষের মধ্যে𝔍 জনপ্রিয় করার জন্য মুখ্যমন্ত্রীদের আর্জি জানালেন তিনি।
দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের♈ সঙ্গে বৈঠক শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
11 May 2020, 03:01 PM ISTগত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৭০ জꦓন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যা সাম্প্রতিক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন করোনায় মৃত্যু।
পিএম কেয়ার্স ফান্ডের বিস্তারিত তথ্য কেন প্রকাশ করা হচ্ছে না, তা নিয়ে কেন্দ্রের বিরুদ♏্ধে তোপ দাগছেন বিরোধীরা। তারইমধ্যে কেন্দ্রের উপর খানিকটা চাপ বাড়াল কংগ্রেস-শাসিত ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। সোমবার একটি টুইটবার্তায় তিনি জানান, গত ২৪ মার্চ থেকে ৭ মে পর্যন্ত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ৫৬ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৮১৫ টাকা জমা পড়েছে।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়🐬ে🥀 গিয়েছে। মৃত্যু হয়েছে ২.৮৩ লাখের বেশি। সেরে উঠেছেন প্রায় ১৫ লাখ মানুষ।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তౠের সংখ্যা প্রায় ২,০০০ ছুঁতে চলল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৯৩৯🍒। সেরে উঠেছেন ৪১৭ জন। মৃত্যু হয়েছে ১৮৫ জনের।
11 May 2020, 09:09 AM ISTগত ২৪ ঘণ্টায় ৪,২১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা একদিনে রেকর্ড। ওই সময়ের মধ্যে ৯৭ জনের মৃ🦹ত্যু হয়েছে।
দেশে একলাফে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত দেশে মোট ৬৭,১৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২,২০৬ জনের। সেরে উঠেছেন ২০,৯১৬ জন। একজন ♈অন্যত্র চলে ꦑগিয়েছে।
11 May 2020, 08:18 AM ISTএক মা𒅌সেরও বেশি সময় পরে চিনের উহানে নয়া করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলল। এছাড়াও প্রায় ১০ দিন পর চিনে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই অঙ্ক ছাড়াল। গত ২৪ ঘꦯণ্টায় ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য কমিশন। তাঁদের মধ্যে দু'জন বিদেশ থেকে এসেছিলেন।
আগামী ১২ জুন থেকে শুরু হবে লিগ। এমনই আশা প্রকাশ করলেন স্পেনের লা লিগার প্রেসিডেন্ট জ্যাভিয়ের তেভাস। তিনি বলেন, '১২ জুন আগামী মরশুম পুনরায় শ𒁃ুরু করতে চাই। তবে তা সংখ্যার উপর নির্ভর করবে।' তাঁর সেই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই স্পেনের প্রথম দুই ডিভিশনের পাঁচ ফুটবলারের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। জ্যাভিয়ের জানান, তিনজন সাপোর্ট স্টাফও 🤪করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে অবশ্য বিচলিত নন লা লিগার প্রেসিডেন্ট। বরং তাঁর বক্তব্য, তাঁরা যা আশা করেছিলেন, তার থেকে অনেক কম খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন।
11 May 2020, 07:17 AM ISTগত ২৪ ঘণ্টায় আমেরিকায় ৭৭৬ জন করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। যা মার্চের প💫র সর্বনিম্ন। ভারতীয় অনুযায়ী আজ সকাল ছ'টা পর্যন্ত মোট ৭৯,৫২২ জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান তুলে ধরে জানাল সংবাদসংস্থা এএফপি।