কেন্দ্রের তরফে কিছু ঘ🍌োষণা করা হয়নি। তার আগেই লকডাউনের মেয়াদ বাড়ার বিষয়টি স্পষ্ট করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুন : শীঘ্রই DTH বা কেবল সেট টপ বক্স (STB) না পাল্টে আপনি বদলাতে পার🤡ব♛েন অপারেটর
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন কেজরিওয়াল-সহ সব মুখ্যমন্ত্রীরা। বৈঠকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী লকডা𓆉উন বাড়ানোর আর্জি জানান। কেজরি নিজেও লকডাউন বাড়ানোর পক্ষে স🏅ওয়াল করেন।
আরও পড়ুন : করোনা পরীক্ষায় গোটা দেশে সবার পিছনে পশ্চিমবঙ্গ, তাই কি আক্﷽রান্তের সংখ্যা এত♏ কম?
বৈঠকের পর লকডাউন নিয়ে কেন্দ্রের তরফে মুখ খোলা হয়নি। তবে একটি টুইটবার্তায় মোদীর 'লকডাউন বাড়ানোর' সিদ্ধান্তের প্রশংসা করেন কেজরিওয়াল। তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের অনেক উন্নত দেশের থেকে ভারতের অবস্থা ভালো কারণ আমরা আগে লকডাউন শুরু করেছিলাম। এখন যদি এটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে যা সুব𝄹িধা পাওয়🐭া গিয়েছে, সব নষ্ট হয়ে যাবে। (সেই সুবিধাগুলি) আরও মজবুত করার জন্য এটা (লকডাউন) বাড়ানো গুরুত্বপূর্ণ।'