দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই ইতিহাসের এক জলবিভাজিকা মূহূর্ত হয়ে রয়ে যাবে Covid-19 অতিমারী। শুক্রবার ভারত-ইতালি ভার্চুয়াꦅল সম্মেলনে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গতকালের সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইতালির প্রধান🌟মন্ত্রী গিউসেপ কন্তেও। অতিমারীর কারণে ইতালিতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য ভারতবাসীর তরফ থেকে ওই দিন সমবেদনা জানান নমো। ত🌼িনি বলেন, ‘বিশ্বেরঅন্যান্য দেশ যখন অতিমারীকে চেনেনি, তখন থেকে আপনারা তার শিকার হয়ে চলেছেন।’
সম্মেলনে তিনি বলেন, ‘ইতিহাসে এক জলবিভাজিকা মুহূর্ত হয়ে চিরস্মরণীয় থাকবে কোভিড অতিꩵমারী, ঠিক যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে রয়েছে। কোভিড পরবর্তী পৃথিবীতে আমাদের মানিয়ে নিতে হবে। এই পরিস্থিতির মধ্যে থাকা সমস্ত সুযোগ কাজে লাগাতে ও চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে।’
পাশাপাশি, সংকট কাটিয়ে উঠে দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য ইতালিবাসীকে অভিনন্দন জানান মোদী।⛄ তিনি বলেন, ‘আপনারা অতি দ্রুত অত্যন্ত কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছেন। পাশাপাশি, গোটা দেশকে সংঘবদ্ধ করতে সফল হয়েছেন ইতালির নেতারা।’