করোনোভাইরাসে আক্রান্ত হলেন উত্তর দিল্লির জাহাঙ্গিরপুরীর একই পরিবারের ৩১ জন। আপাতত তাঁদের নারেলার সেলফ আইসোলেশন কেন্দ্রে প🧸♍াঠানো হয়েছে।
আরও পড়ুন : Lockdown 2.0: ঘরোয়া-আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর বিষয়ে 👍সিদ্ধান্ত হয়নি, জানাল কেন্দ্র
গত ৮ এপ্রিল মৃত্যু হয়েছিল জাহাঙ্গিরপুরীর এক মহিলার। দু'দিন পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। দিল্লির এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ওই মহিলার সংস্পর্শে আসা ৬৪ জনেক চিহ্নিত করে তাঁদের নমুনা পরীক্ষা হয়েছিল। শুক্রবার মহিলার বর্ধিত পরিবারের ২৬ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। শনিবার আরও পাঁচজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি ৩৩ জনের শরীরের করোনার উপস্থিত🌸ি মেলেনি। ওই আধিকারিক বলেন, 'তবে তাঁদের (করোনা আক্রান্তদের) কারোর উপসর্গ ছিল না। আক্রান্তদের মধ্যে বাচ্চারাও রয়েছে।'
আরও পড়ুন : করোনা-কে জব্দ করবে ‘ফেলুদা’, জীবাণু রহস্যে✱র সমাধান মাত্র কয়েক 💙মিনিটে!
ওই পরিবার জাহাঙ্গিরপুরীর যে এলাকায় থাকে, সেটিকে গত ১০ এপ্রিল সংক্রামক অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারপর এলাকাটি সিল করে দেওয়া হয়েছে। ওই আধিকারিক বলেন, 'সংক্রামক এলাকার নিয়মভঙ্গ করছেন মানুষ। পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন। অথচ করোনার সংক﷽্রমণ রুখতে তাঁদের বাড়িতে থাকার কথা।'
আরও পড়ুন : COVID-19 Updates: করোনায় মৃত ৭৫ শতাংশের ব✤য়স ৬০-র বেশি, জানাল কেন্দ্র
উল্লেখ্য, রবিবার সকাল আটটা পর্যন্ত দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১,৮৬৭। মৃত্যু হয়েছে ৪২ জনের। সুস্থ হয🐼়েছেন ৭২ জন।