সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেকের করোন📖াভাইরাসের টিকার অনুমোদন বাতিল করা হয়নি। ‘ভুয়ো’ খবর উড়িয়ে দিয়ে একথা জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
বুধবার কয়েকটি রিপোর্টে দাবি করা হয়, জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহারের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) কাছে সেরাম এবং ভারত বায়োটেক যে আবেদন দাখিল করেছিল, তা ব𝔉াতিল করে দেওয়া হয়েছে। সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়, পর্যাপ্ত মাত্রায় সুরক্ষা এবং কার্যকারিতা সংক্রান্ত তথ্য ছিল না। সেই রিপোর্টগুলিতে জানানো হয়, বুধবার সেন্টাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও কিছুক্ষণ পর স্বাস্থ্য মন্ত্রকের তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়। জানানো হয়, সেরামের কোভিশিল্ড এবং ভারত😼 বায়োটেকের কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন খ🃏ারিজ করার রিপোর্ট ভুয়ো। বিষয়টির সঙ্গে অবহিত এক সূত্রকে উল্লেখ করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ‘সার্বিকভাবে’ সম্ভাব্য টিকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা খারিজ হবে নাকি গৃহীত হবে, তা এত তাড়াতাড়ি বলা যাবে না।
দিনকয়েক আগেই জরু📖রি ভিত্তিতে করোনাভাইরাস টিকার ব্যবহারের জন্য আর্জি দাখিল করে সেরাম। ২৪ ঘণ্টার মধ্যেই একই আবে✃দন করে ভারত বায়োটেক। তার ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ বলেছিলেন, ‘আগামী কয়েক সপ্তাহে কয়েকটি ভ্যাকসিন ক্যান্ডিডেন্টকে অনুমোদন দেওয়া হতে পারে।’
পরে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) তথ✤া করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্সে🌱র প্রধান ভি কে পাল জানান, তিনটি আবেদনের মূল্যায়ন করা হচ্ছে। তাঁর কথায়, ‘অনুমোদনের জন্য তিনটি ভ্যাকসিন ক্যান্ডিডেন্ট খুঁটিয়ে দেখছে নিয়ন্ত্রক সংস্থা। গুরুত্ব সহকারে সেই মূল্যায়ন প্রক্রিয়া চলছে। সবকটি বা যে কোনও একটির দ্রুত অনুমোদনের যে সম্ভাবনা আছে, সেই আশাও তৈরি হয়েছে।’