প্রথম দফায় ৯২ শতাংশ সাফল্য মিলেছ❀িল। দ্বিতীয় দফার ম🤡ূল্যায়নে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ৯০ শতাংশেরও বেশি কার্যকরী হল স্পুটনিক-৫ টিকা। এমনটাই দাবি করল রাশিয়া।
মঙ্গলবার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) তরফে একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিতীয় দফার অভ্যন্তরীণ মূল্যায়নে প্রথম ডোজের ২৮ দিনꦍ পরে করোনা সংক্রমণ রুখতে ৯১.৪ শতাংশ কার্যকরী হয়েছে রাশিয়ার করোনা টিকা। ৩৯ টি করোনা কেসের উপর ভিত্তি করে সেই মূল্যায়ন করা হয়েছে। ৪২ দিন পর কার্যকারিতা বেড়ে হয়েছে ৯৫ শতাংশ।
চূড়ান্ত মূল্যায়নের জন্য কতগুলি করোনাভাইরাস কেসের ব্যবহার করা হয়েছিল, তা অবশ্য জানানো হয়নি। বিবৃতিতে গামালেয়ার অধিকর্তা অ্যালেক্স🀅জান্ডার জিন্টসবার্গ বলেন, 'স্বেচ্ছাসেবকদের দ্বিতীয় ডোজ দেওয়ার এক সপ্তাহ পর দ্বিতীয় দফার মূল্যায়ন করা হয়েছে। তার অর্থ হল যে দুূটি ডোজের ক্ষেত্রেই আংশিকভাবেই সাড়া দিয়েছে শরীর।' তিনি জানান, দ্বিতীয় ডোজের তৃতীয় সপ্তাহ পর কার্যকারিতার হার 'আরও বেশি' হবে বলে আশা করা হচ্ছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ২২,০𝓡০০ স্বেচ্ছাসেবককে একটি ডোজ দেওয়া হয়েছে। দুটি ডোজ প্রদান করা হয়েছে ১৯,০০০ জনের বেশি স্বেচ্ছাসেবককে। রাশিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহি, ভেনেজুয়েলা, বেলারুশ-সহ অন্যান্য দেশেও স্পুটনিক-৫ টিকারဣ ট্রায়াল চলছে।
এদিকে, টিকা প্রস্তুতাকারকদের তরফে জানানো হয়েছে,🔥 বিশ্ব বাজারে স্পুটনিক-৫ টিকার প্রতি ডোজের দাম পড়বে মাত্র ১০ ডলার (ভারতীয় মুদ্রায় ৭৫০ টাকার মতো)। যেহেতু সেই টিকায় দুটি ডোজ থাকলে, তাই মাত্রা ২০ ডলারে কেনা যাবে রাশিয়ার করোনা টিকা। আরডিআইএফের সিইও কিরিল ডিমিত্রিয়েভ বলেন, ‘স্পুটনিক-৫ হল দু'ডোজের টিকা। তাই একইরকম কার্যকারিতা সত্ত্বেও এমআরএনএ টিকার তুলনায়ဣ তা দ্বিগুণ বা তারও বেশি সস্তা হবে।’ একইসঙ্গে রাশিয়ার দাবি, দু'আট ডিগ্রির মধ্যে সেই টিকা রাখা যাবে। অন্যান্য টিকায় তাপমাত্রা যেমন অত্যন্ত কম রাখতে হবে, স্পুটনিক ৫-এর ক্ষেত্রে সেরকম প্রয়োজন হবে না।