ক্রমেই দেশে কমছে নয়া করোনাܫভাইরাস আক্রান্তের সংখ্যা। ꧙আর সেই কারণেই ধীরে ধীরে লকডাউন বিধি লঘু করার সিদ্ধান্ত নিয়েছে দেশের একাধিক রাজ্য। বুধবার থেকে কিছুটা বিধিনিষেধ কমানো হবে। তবে, করোনা সংক্রান্ত নিয়ম-নীতি মেনে চলতে হবে।
এক নজরে দেখে নিন বুধবার থেকে কোন কোনও রাজ্যে করোনা লকডাউন লঘু করা হল :
পশ্চিমবঙ্গ : ১৬ জুন থেকে কিছু কিছু ক্ষেত্রে লকডাউনের বিধিনি🐽ষেধ লঘু করা হয়েছে। রেস্তোরাঁ, বার খোলা যাবে। তবে, তা দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। বসানো যাবে অর্ধেক সংখ্যক সিটে।
▨এছাড়া সরকারি ও বেসরকারি অফিসে ২৫% কর্মী আনা যাবে এদিন থেকে।
যদিও ট্রেন বাসের ক্ষেত্রে এখনও জারি নিষেধাজ্ঞা। এক্ষেত্রে দূরের যাত্রীরা কীভাবে কাজে যোগ দেবেন, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ꦉায় উঠছে প্রশ্ন।
অসম : রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে নয়া লকডাউন গাইডলাইন জারি করা হয়েছে। বুধবার থেকে আগামী ২২ জুন সকাল 💦৫টা পর্যন্ত তা জারি থাকবে।
বিহার : নতুন করোনা সংক্রমণের গ্রাফ টানা বেশ কয়েকদিন নিম্নমুখী। তাই লকডাউন শিথিল করার ঘোষণা করেছে নীতিশ কুমার সরকার। বিকেল ৫টা পর্যন্ত সব কর্মীরা একসঙ্গে বেসরকারি ও সরকারি দফতরে কাজে যোগ দিতে পারবেন। অন্যদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা ♊থাকবে।
রা♔ত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত জারি 🤡থাকবে নাইট কার্ফু।
রাজস্থান : শপিং মল, জিম, রেস্তোরাঁ ও স্পোর্💧টস কমপ্লেক্স খুলে দেওয়া হচ্ছে♕। তবে নির্দিষ্ট কয়েক ঘণ্টার জন্য।