করোনাভাইরাস টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে গুজবের দ্বারা চালিত হবেন না। শনিবার জনগণের উদ্দেশে এই আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সেই সঙ্গে অগ্রাধিকারের ত💮ালিকায় থাকা নাগরিকরা বিনামূল্যে এই টিকা পাবেন বলেও তিনি জানিয়েছেন।
ভারতে কোভিড ভ্যাক্সিন প্রয়োগে ছাড়পত্রের বিষয়েকোনও রকম আপস করা হবে না, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ দিন দিল্লিতে টিকাকরণ মহড়ඣার জন্য নির্বাচিত দুটি কেন্দ্রে সরেজমিনে প্রক্রিয়া খতিয়ে দেখতে উপস্থিত হন হর্ষ বর্ধন। তিনি জানিয়েছেন, প্রথম দফায় টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে এক কোটি স্বাস্থ্যকর্মী এবং ২ কোটি প্রথম সারির কোভিড যোদ্ধাকে।
মন্ত্রী জানিয়েছেন, অগ্রাধিকারের তালিকায় রয়েছেন পঞ্চাশোর্ধ্ব ও তার চেয়ে কম বয়েসি নানাবিধ জটিল শারীরিক সমস্যা ক♊বলিত নাগরিকরাও, যাঁদের আগামী জুলাই মাসের মধ্যে টি🐻কা দেওয়া হবে।
ভারতে বিশাল আকারের টিকাকরণ ক🙈র্মসূচি সফল করা নিয়ে কোনও রকম আশঙ্কাই মানতে নারাজ স♓্বাস্থ্যমন্ত্রী। এই বিষয়ে তিনি জোর দিয়েছেন টিকাকরণ নিয়ে দেশের বিপুল অতীত অভিজ্ঞতার উপরে।
এ দিকে, এ দিনই কোভিড টিকাকরণ কর্মসূচিকে ‘বিজেপি-র টিকা’ বলে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। লখনউয়ের সাংবাদিক বৈঠকে তিনি প্রশ্ন তোলেন, ‘বিজেপি-র টিকাকরণ কর🌞্মসূচিতে 🥂ব্যবহৃত ভ্যাক্সিনকে কী ভাবে বিশ্বাস করব?’
অন্য দিকে, নয়া দিল্লিতে আর এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর দাবি করেন, ভারতই বিশ্বের একমাত্র দেশ, যেখানে চারটি কোভিড ভ্যাক্সিন আত্মপ্রকা♊শ করতে চলেছে। তিনি বলেন, এর মধ্যে একটি জরুরি ব্যবহারের জন্য শুক্রবার অনুমোদন পেয়ে গিয়েছে।
নাম না করলেও তিনি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা সংস্থার যৌথ উদ্যোগে তৈরি কোভিশিল্ড ভ্যাক্সিনের কথা বলেছেন, তা বোঝাই গিয়েছে। ▨;
শনিবার সকালে প্রথমে দিল্লির শাহদারাতে জিটিবি হাসপাতাল এবং পরে দরিয়াগঞ্জের প্রাথমিক নগর স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাক্সিন মহড়ায় উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘আমাদের দৃঢ় মনোবল ও পরিশ্রমের ফলে ২০১৪ সালে ভারতকে পোলিওহীন ঘো🌠ষণা করা হয়। অতীতের টিকাকরণ কর্মসূচির অভিজ্ঞতা বর্তমানে দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযানে সাহায্য করবে। দয়া করে টিকার নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কিত গুজবে কান দেবেন না।’