‘স্লট’🤪 বুক করার পরই অনেককেই দেখাচ্ছিল যে টিকা পেয়ে গিয়েছেন। সেই ভুলভ্রান্তি এড়াতে এবার কো-উইন পোর্টালে নিরাপতꦡ্তা সংক্রান্ত বাড়তি ফিচার্স যোগ করা হল। তার ফলে এবার থেকে কো-উইন পোর্টালে টিকা নেওয়ার ‘স্লট’ বুক করলে চার সংখ্যার একটি ‘কোড’ আসবে। যা টিকাকরণ কেন্দ্রে দেখাতে হবে। আজ (শনিবার) থেকেই সেই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সম্প্রতি অভিযোগ উঠছিল যে টিকা না নিলেও ফোনে প্রতিষেধক পেয়ে যাওয়ার মেসেজ আসছিল। অথচ তাঁরা শুধুমাত্র টিকা নেওয়ার ‘স্লট’ বুক করেছিলেন। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এবার থেকে ‘কোড’ আসার ফলে উপভোক্তার টিকাকরণ সংক্রান্ত যাবতীয় তথ্য সঠিকভাবে জমা থাকবে। তারপর সেই ‘কোড’ টিকাকরণ কেন্দ্রে দেখাতে হবে। তবে যিনি টিকা দেবেন, তিনি আগে থেকে সেই ‘কোড’ꦰ জানবেন না। টিকা প্রদানের সময় তিনি ‘কোড’ জানতে চাইবেন। টিকা⭕করণের পর ডিজিটাল শংসাপত্রেও ‘কোড’ থাকবে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানিয়েছে, উপভোক্তার অ্যাপয়েন্টমেন্ট স্লিপে ‘কোড’ লেখা থাকবে। টিকাকরণের সময় সেই অ্যাপয়েন্টমেন্ট স্লিপ (প্রিন্ট করে বা মোবাইলে) বা অ্যাপয়েন্টমেন্টের সময় চূড়ান্ত করে যে মেসেজে পাঠানো হয়েছে, তা নিয়♋ে যেতে হবে। যাতে সেই ‘কোড’ সহজেই দেখানো যায়।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
১) কো-উইন পোর্টালে (www.cowin.gov.in) যান।
২) 'Register/ Sign In yourself'-তে🎐 ক্লিক করুন।
৩) নিজের মোবাইল নম্বর দিন। সেই নম্বরে ওটিপি আসবে।
৪) সেই ওটিপি ওই সাইটে দিয়ে মোবাইল নম্বর ভেওরিফিকেশন করতে হবে।
৫) নিজের জন্মদিন,🥃 লিঙ্গ, এবং কোনও এ🎐কটি সরকারি পরিচয়পত্রের নম্বর আপলোড করতে হবে।
৬)🎃 রেজিস্ট্রেশনের প🌌র অ্যাপয়েনমেন্ট নিতে হবে। কোথায় আপনি টিকা নিতে চান, তা বেছে নিন।
৭) শেষে ওটিপি আসবে।