গুজরাটের পাটানের এক গ্রামে চলছিল ক্রিকেট। খেলা হচ্ছিল স্কুলের মাঠে। খেলা ঘিরে জনতার ভিড়ও কম ছিল না। তখনই একটি বল গিয়ে পড়ল মাঠের শেষ প্রান্তে। ছুটে গিয়ে বল কুড়িয়ে তা ফের মাঠে ফেরাতে যাচ্ছিলেন এক বালক। আর চার পাঁচজনের মতো সেও খেলা ঘিরে উত্তেজিত💧 ছিলেন। তবে ক্রিকেট মাঠে এই বল কোড়াতে গিয়েই ঘটল বিপত্তি। দলিত ওই বালককের বল কোড়ানোর জেরে মাঠে বচসা দেখা দেয়। যার জেরে ওই বালকের বাবার একটি বুড়ো আঙুল কেটে দেওয়া হয়।
গুজরাটের এই ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তারফলে রবিবারের ওই ঘটনার পর ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাটানের কাকোষি গ্রামে। জানা গিয়েছে, কীর্তি পরমার নাಞমের ওই দলিত ব্যক্তির হাতের বুড়ো আঙুল কেটে দেওয়া হয়। তাঁর ভাই ধীরজ কুমার পারমারকেও মারধর করা হয়েছে। পরে ধꩲীরজ পুলিশের দ্বারস্থ হয়ে একটি এফআইআর দায়ের করেন।
অভিযুক্তদের মধ্য♊ে ৭ জনকে আটক করে পুলিশ। ডেপুটি এসপি কে কে পাণ্ডিয়া কঠোর পদক্ষেপ করেন। তিনি অভিযুক্তদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করেন। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ধীরজ ও তাঁর পরিবারের অনেকে মিলে ওই মাঠের কাছে এক জায়গায় জড়ো হন। ধীরজের ভাইপোর সেদিন জন্মদিন ছিল। আর সেই কারণেই ভাইপোও ছিল সেখানে। আর দলিত এই পরিবারের ওই ছোট্ট সদস্যটি ক্রিকেট বল কোড়ানোর জেরে ধীরজের পরিবারের সঙ্গে বচসা হয় উচ্চ শ্রেণির কয়েকজনের। জানা গিয়েছে অভিযুক্তের নাম কুলদীপ সিং রাজপ🌃ুত। অভিযোগ, জাতিগত গালিগালাজ মাঠে শুরু করে দেয় ওই অভিযুক্তরা।
মাঠে বচসা খানিক বাদে থেমে গেলেও, অভিযুক্তদের কয়েকজন পরে বিকেলে পরমার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এদিকে, অভিযুক্তদের দাবি, ছোরা নিয়ে কীর্তি সেই সময় অভিযুক্তদের সঙ্গে লড়তে যান। তখনই তাঁর হাতের বুড়ো আঙুল কেটে যায়। কার্তির বিরুদ্ধে কুলদীপকে ছোরা নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। গোটা ঘটনা এই মুহূর্তে তদন্তের অধীনে। এদিকে, দলিত অধিকার নিয়ে লড়াই করা সমাজসেবীরা সকলেই ক্ষো𝓡ভে ফেটে পড়েছেন ঘটনায়। এর আগে ৩০ মে ও এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। সেই সময়, যাঁকে মারধর করা হয়েছে, তাঁর সানগ্লাস ঘিরে বচসা হয়। তারপরই বাধে বিবাদ।