২০২২ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা বেড়ে ৩৪ শতাংশ হল। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি হল।২০১৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা গণনা করা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্সের (উপভোক্তা মূল্য সূচকে) ভিত্তিতে। এই ফর্মুলাতে বেস ধরা হত ২০০১ = ১০০। তবে সপ্তম বেতন কমিশনের রিপোর্টের সুপারিশ মেনে সরকার ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ = ১০০-কে বেস ধরে। তখন থেকে এই হারে কেন্দ্র সরকার তার কর্মীদের ডিএ দিয়ে থাকে।এর আগে সোশ্যাল মিডিয়াতে একটি ভুয়ো নোটিশের পোস্ট ছড়িয়ে পড়েছিল যাতে লেখা ছিল, 'ওমিক্রনের জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) আপাতত বন্ধ করা হচ্ছে। স্থগিত করা হচ্ছে অবসরপ্রাপ্তদের ডিয়ারনেস রিলিফও (ডিআর)।' কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এই নোটিশ জারি করা হয়েছিল বলে দাবি করা হয়। যদিও কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো পরে জানিয়ে দেয় এই পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়ো।এমনিতে ২০২০ সালে ভারতে করোনাভাইরাসের সংক্রমণের বাড়বাড়ন্তের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর স্থগিত রাখা হয়েছিল। তিন কিস্তির ডিএ এবং ডিআর স্থগিত ছিল। অবশেষে গত বছর জুলাইয়ে ১১ শতাংশ ডিএয়ের ঘোষণা করে কেন্দ্র। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ ১৭ শতাংশ থেকে বেড়ে হয়েছিল ২৮ শতাংশ। পরে আরও তিন শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করে কেন্দ্র। তার ফলে ডিএ বেড়ে হয় ৩১ শতাংশ। আর ফেব্রুয়ারি থেকে ডিএ আরও বেড়ে হল ৩৪ শতাংশ।