জেএনইউ-এ মুখোশধারী দুষ্কৃতীদের হাতে পড়ুয়া ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালে𓂃ন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।মঙ্গলবার সন্ধ্যায় তিনি জেএনইউ ক্যাম্পাসে উপস্থিত হয়ে প্রতিবাদী পড়ুয়াদের সমর্থন জানান।
সবরমতী ট♋ি-পয়েন্টে অবস্থানরত প্রতিবাদী ছাত্র সংসদের সদস্যদের ℱসঙ্গে বেশ কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় দীপিকাকে।
এর আগে রবিবার এনডিটিভি-কে দেওয়া সাক্ষাত্♔কারে জেএনইউ ক্যাম্পাসে দুষ্কৃতী তাণ্ডব সম্পর্কে তিনি জানান, ‘আমার গর্ব হচ্ছে দেখে যে, নিজেদের বহিঃপ্রকাশ করতে আমরা ভয় পাচ্ছি না। দেশ ও তার ভবিষ্যত্ নিয়ে আমরা চিন্তা করছি। দৃষ্টিভঙ্গি যা-ই হোক, এই উদ্যোগ দেখে ভালো লাগছে।’
নিজের নতুন ছবি ‘ছপক’-এর প্রচারের জন্য গত দুই দিন ধরে দিল্লিতে আছেন দীপিকা। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেও তিনি এ দিন প্রতিবাদী পড়ুয়াদের𒐪 পাশে দাঁড়িয়ে সমর্থন জানালেন স্বতঃস্ফূর্ত ভাবে।
সোমবার রাতে বিশাল ভরদ্বাজ, অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, তাপসী পন্নু, 🌼রিচা চাঢা, দিয়া মির্জা-সহ বলিউডের বিশিষ্টর🦹া মুম্বইতে জেএনইউকাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের সমর্থন জানিয়ে অবস্থান করেন।
গত রবিবার সন্ধ্যায় জওহরলাল নেহর𒉰ু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে সবরমতী হস্টেলে ভাঙচুর এবং একাধিক পড়ুয়া ও শিক্ষককের উপর নিগ্রহ চালায় মুখোশধারী সশস্ত্র দুষ্কৃতীর দল। ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সংসদ ও এবিভিপির মধ্যে পারস্পরিক দোষারোপের পালা এখনও অব্যাহত। ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।