দিল্লি বিধান🌃সভা নির্বাচনে আম আদমি পার্টির নিরঙ্কুশ জয়লাভে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শুভ♉েচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার বিকেলে নির্বাꦉচনের ফলপ্রকাশের কিছু ক্ষণের মধ্যে টুইটারে কেজরির উদ্দেশে নমো লেখেন, ‘আপ ꧙এবং শ্রী অরবিন্দ কেজরিওয়ালজি-কে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য অভিনন্দন। দিল্লিবাসীর আশা পূর্ণ করার জন্য তাঁর প্রতি শুভেচ্ছা রইল।’
৭০ আসনযুক্ত দিল্লি বিধানসভার ৬২ট𝓀ি আসনে জয়লাভ করেছেন আম আদমি পার্টির প্রার্থীরা। ৮টি আসন জিতেছে ভারতীয় জনতা পার্টি, যা নির্বাচনপূর্ব সময়ে দলীয় নেতাদের প্রচার ও পূ🐠র্বাভাসের তুলনায় নগণ্য।
বিধানসভা নিℱর্বাচনের প্রচারে দিল্লিতে সভা করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর প্রথম ভাষণে মোদী জানিয়েছিলেন, বিজেপি তার প্রতিশ্রুতি সর্বদা পালন করে এস🅰েছে। তিনি দিল্লিবাসীকে সৌভাগ্য, নিরাপত্তা, আধুনিকতা এবং পরিচ্ছন্নতা সুনিশ্চিত করার আশ্বাস দেন।
আরও পড়ুন: বিজেপি ধপাস ধুম, বাঁকুড়ায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
দিল্লিতে তাঁর দ্বিতীয় সভায় প্রধা☂নমন্ত্রী বলেন, শহরে বিজেপি অনুকূল ঢেউ উঠেছে বলে অনেকের রাতের ঘুম কাবার হয়েছে। এর পরে তিনি আয়ুষ্মান ভারত-এর মতো কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক নীতিগুলি আটকে রাখার অভিযোগ আনেন আপ-এর বিরুদ্ধে। ১১ ফেব্রুয়ারিতে ভোটের ফলপ্রকাশে তার খেসারত দিতে হবে আপ-কে, এমন পূর্বাভাসও করেছিলেন প্রধানমন্ত্রী। বাস্তবে তা ভুল প্রমাণিত হয়েছে। এ দিন নির্বাচনের ফল বের হওয়া শুরু হতেই আপ নেতা-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের বাঁধ ভাঙে। রকমসকম দেখে বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা টুইট করে জানান, গঠনমূলক বিরোধিতার নীতি মেনে বিধানসভায় জনস্বার্থমূলক বিষয়গুলি তুলে ধরবে বিজেপি।
অন্তত ৪৮টি আসনে জিতে দিল্লিতে বিজেপি-ই ক্ষমতায় আসছে, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন দলের লোকসভা সাংসদ তথা দিল্লির বিজেপি প্রধান মনোজ তিওয়ারি। ফলপꦆ্রকাশের পরে হারের দায় স্বীকার করে বিবৃতি দিতে হয়েছে তাঁকেও।