ꦛ দিল্লি বিধানসভা ভোট ২০২৫র ফলাফলের ট্রেন্ড প্রকাশ্যে আসতেই দিল্লি জুড়ে গেরুয়া শিবিরের দাপট দেখা যায়। ৮ ফেব্রুয়ারি, শনিবার বেলা বাড়তেই স্পষ্ট হয় ভোটের ট্রেন্ড। দেখা যায়, ৭০ আসনের দিল্লি ভোটের ম্যাজিক ফিগার ৩৬ পার করে অনেক দূর এগিয়ে গিয়েছে বিজেপি। অন্যদিকে, ধরাশায়ী আম আদমি পার্টি। আম আদমি পার্টি (আপ)র বিধায়ক তথা দিল্লির বর্তমান বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী যদিও জয় ধরে রেখেছেন। বিজেপির রমেশ বিধুরির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিশী সাড়ে তিন হাজার ভোটে জয় ছিনিয়ে নেন। তবে তাঁর জয় হলেও, আপের ঘরে আসেনি জয়ের স্বাদ। কী বললেন অতিশী?
🧔দিল্লি বিধানসভা ভোট ২০২৫র ফলাফল প্রকাশের পর প্রথম প্রতিক্রিয়ায় দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপের প্রথম সারির নেত্রী অতিশী তাঁর জয় থেকে শুরু করে দলের হার নিয়ে মুখ খোলেন। উল্লেখ্য, দিল্লির কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির তাবড় প্রার্থী রমেশ বিধুরিকে হারিয়ে এই জয় ছিনিয়ে নিয়েছেন অতিশী। কী বললেন তিনি? অতিশী বলেন,' সবচেয়ে আগে কালকাজি বিধানসভার সকলকে ধন্যবাদ দিতে চাই। আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই, যারা বাহুবল, গুণ্ডাগর্দি, মারপিটের সামনে পড়ে, মাঠে ময়দানে পরিশ্রম করেছে। জনতা পর্যন্ত পৌঁছেছে।' এরই সঙ্গে দলের হারের পরিস্থিতি নিয়ে অতিশী বলেন,' বাকি দিল্লির জনতার জনাদেশ, আমরা জনাদেশ মেনে নিচ্ছি।' নিজের জয় সম্পর্কে বলতে গিয়ে অতিশী বলেন,' আমি আমার আসন জিতেছি, তবে এটা জেতার সময় নয়। এটা লড়াইয়েই সময়। লড়াই জারি থাকবে.. বিজেপির বিরুদ্ধে, তাদের গুন্ডাগর্দির বিরুদ্ধে। আম আদমি পার্টি সব সময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। আর তাই করে যাবে। নিঃসন্দেহে এটা একটা ধাক্কা, তবে আম আদমি পার্টির সংঘর্ষ দিল্লি আর দেশের জনতার জন্য শেষ হবে না।'
⭕উল্লেখ্য, দিল্লি বিধানসভা ভোটের কালকাজি কেন্দ্রের ফলাফলে এদিন টানটান উত্তেজনা দেখা যায়। ভোট গণনা পর্ব শুরুর সময় থেকে এগিয়ে ছিলেন বিজেপির রমেশ বিধুরি। তবে ভোটের গণনার চূড়ান্ত পর্বে তাঁকে মাত দিয়ে দেন আপের অতিশী। শেষ রাউন্ডের গণনায় খেলা ঘুরে যায়! কালকাজি কেন্দ্রের ভোটে শেষ হাসি হাসেন অতিশী।