এক্সিট পোলের পূর্বাভাসকে সত্যি প্রমাণ করে দিল্লিতে ফের জিতল আম আদমি পার্টি। গত বারের মতোই🍃 ভোট শতাংশের হারে পেলেও, আসনের নিরিখে কিছুটা শ্লথ আপের জয়রথ। তবুও শেষ বিচারে কেজরি ইজ কিং, তৃতী⛦য়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন তিনি।
প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়েও এখনও পর্যন্ত মাত্র ৮ আসনেই এগিয়ে বিজেপি। 🥀৪ শতাংশ ভোট পেয়ে কার্যত মুছে গিয়🦩েছে কংগ্রেস।
৭০ আসন বিশিষ্ট দিল্রি লোকসভার জন্য ভোটগ্রহণ করা হয়েছিল ৮ ফেব্রুয়ারি। সকাল আটটা থেকে ভোটগণনা শুরু হয়। ২০১৫ সালে 🐈৭০ আসনের মℱধ্যে ৬৭ জিতেছিল আম আদমি পার্টি।
11 Feb 2020, 07:33 PM IST
অভিনন্দন জানালেন মোদী
11 Feb 2020, 05:46 PM IST
ইস্তফা দেবেন কি, বলছেন না মনোজ তেওয়ারি
অরবিন্দ কেজরিওয়ালিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন দিল্লি বিজেপি প্রধান মনোজ তেওয়ারি। তিনি ইস্তফা দেবেন কিনা, সেই প্রশ্ন যদিও এড়িয়েছেন তিনি। আসন সংখ্যা মাত্র চারটি বাড়লেও গতবারের থেকে ভোট𝓡 বেড়েছে ছয় শতাংশ, এতেই সান্তনা পাচ্ছেন বিজেপি সাংসদ।
প্রথম পরীক্ষাতেই ব্যর্থ জেপি নাড্ডা। তার নেতৃত্ব প্রথম রাজ্য নির্বাচনে 🥂শোচনীয় পরাজয় বিজেপির। এদিন টুইট করে নাড্ডা বলেন যে আপকে অভিনন্দন। দায়িত্বশীল বিরাধীর দায়িত্ব বিজেপি পালন 📖করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
11 Feb 2020, 03:03 PM IST
জিতলেন মণীশ সিসোদিয়া
দীর্ঘক্ষণ পিছিয়ে থাকার পর পতপরগঞ্জ থেকে জিতলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। শেষ দুই রাউন্ডে খেলা ঘোরালেন তিনি। অন্যদিকে অনেকক্ষণ পিছিয়ে থাকার পরেও শেষবিচারে ১১ হাজারের বেশি ভ𝓀োটে কালকাজি থেকে জিতলেন আতিশি।
নিউ দিল্লি আসনে প্রায় ছয় হাজার ভোটে এগিয়ে কেজরিওয়াল। 𒈔অন্যদিকে পতপরগঞ্জে, ৭৫৪ ভোট🌳ে পিছিয়ে মণীশ সিসোধিয়া। ওখলায় পিছিয়ে আপের আমানুতুল্লাহ। আপের নেতা অতিশি মারলেনা এখনও পর্যন্ত মাত্র ছয় ভোটে এগিয়ে।
11 Feb 2020, 11:53 AM IST
ব্যবধান বাড়াচ্ছে আপ
গত এক ঘণ্টায় আরও নিজেদের দখল শক্ত করেছে আম আদমি পার্টি। আপাতত ৫৮ আসনে এগিয়ে আপ, বিজেপি ১২ আসনে। আননꦑ্দে মেতেছেন আপের সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে কথা বলবেন কে⛄জরিওয়াল। হারের পর ইভিএম নিয়ে অজুহাত দিয়েছেন দিগ্বিজয় সিং।
11 Feb 2020, 10:54 AM IST
মোট দশ শতাংশ ভোট গণনা হয়েছে
এখনও পর্যন্ত দশ শতাংশ ভোট গণনা হয়েছে। আপ এগিয়ে ৫১ আসনে, বিজেপি ১৯ আসনে। একটি আসনেও এগিয়ে নেই কংগ্রেস। কেবল দুটি আসনে দ্বিতীয় স্থানে সোনিয়া গান্ধীর দল। এখনও পর্যন্ত বিজেপি ৪🌜০.৯০ শতাংশ ও আপ ৫১.৪ শতাংশ ভোট পেয়েছে।
11 Feb 2020, 09:38 AM IST
ভোট শতাংশে খুব কাছে বিজেপি ও আপ
নির্বাচন কমিশনের ওয়েবসꦰাইটে ২০ আসনের ট൩্রেন্ড এসেছে। ১০ আসনে এগিয়ে আপ, ১০ আসনে বিজেপি। বিজেপি পাচ্ছে ৪৬.৩৫ শতাংশ, আপ ৪৭.৯০ শতাংশ।
11 Feb 2020, 09:38 AM IST
লিড ধরে রাখছে আপ
৫২ আসনে এগিয়ে আপ, ১৮ আসনে বিজেপি। কংগ্রেস একটি আসনে লিড পেলেও ফের 🐠পিছিয়ে গিয়েছ।
11 Feb 2020, 09:01 AM IST
হাফ-সেঞ্চুরি আপের প্রাথমিক ট্রেন্ডে
হাফ-সেঞ্চুরি পেরোল আপ। সব আসনের লিড এসে গিয়েছে, ৫৩ আসনে এগিয়𒁏ে 🐼বিজেপি।
১৬ আসনে কংগ্রেস, ১ আসনে আপ।
11 Feb 2020, 08:33 AM IST
আপের লিড পেরোল ৩৬
এখন𒈔ও পর্যন্ত আশা ট্রেন্ড অনুযায়ী, তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন ক🍒েজরিয়াওল।
৫৩ আসনের মধ্য ৪০ আসনে এগিয়ে আপ, ১৩ আসনে বিজেপি
11 Feb 2020, 08:15 AM IST
জিতছে আপ, প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী
হুহু করে আসছে টಌ্রেন্ড। ৩৩ আসনে এগিয়ে আপ, ১০ আসনে বিজেপি
11 Feb 2020, 08:11 AM IST
২৩ আসনের লিড সামনে
১৭ আসনে এগিয়ে আপ, ছয় আসনে বিজেপি।
11 Feb 2020, 08:07 AM IST
শুরু হল ভোটগণনা
সকাল আটটায় শুরু হয়েছে ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালট কাউন্ট করা ꧒হবে