দিল্লিতে যমুনা নদীর জল 𒅌এমনিতেই দুষিত ও বিষাক্ত। আর সেই নদীতেই স্নান করেছিলেন দ♚িল্লি বিজেপির সভাপতি। কার্যত একেবারে ডুব দিয়ে স্নান করেছিলেন তিনি। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা যমুনা নদীর অত্যন্ত দূষিত বিষ✤াক্ত জলে ডুব দেওয়ার কয়েকদিন পরে শ্বাসকষ্ট এবং ত্বকের জ্বালার কথা জানিয়েছেন। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলা হয়েছে, ত্বকে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেতাকে।
২০২৫ সালের মধ্যে যমুনা পরিষ্কার করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য𒆙 দিল্লির প্রাক্তন💃 মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। তাকে আরএমএল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা করেছিলেন। তাঁকে তিন দিনের জন্য ওষুধ লিখে দেওয়া হয়েছে। কাꦦর্যত স্নান করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
বীরেন্দ্র সচদেবার এই দাবির পর বর্ষীয়ান আপ নেতা তথা পরিবেশমন্ত্রী গোপাল রাই বিরোধীদের পাল্টা আক্রমণ করে বলেন, বিজ💞েপি 'নাটক' করছে এবং দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের বিষয়টিকে আরও তীব্র করে তুলছে। সূত্রের খবর, দিল্লি সরকারের 'দুর্নীতির' প্রতিবাদে বৃহস্পতিবার আইটিও-র কাছে একটি ঘাটে যমুনা নদীতে স্নান করেছিলেন সচদেব।
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে চ্যালেঞ্জ দিল্লির বিজেপি প্রধানের
যমুনার তির ঘুরে দেখেছিলেন বিজেপির সভাপতি। তিনি আপ নেতাদের, মুখ্যমন্ত্রী অতিশী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবি꧅ন্দ কেজরিওয়ালকে নদীর অবস্থা খতিয়ে দেꦉখার চ্যালেঞ্জ জানান।
১০ বছর অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী থাকাকালীন 'সিস মহল'-এর কথা উল্লেখ করে সচদেবা বলেন, আমরা একটি লাল গালিচার ব্যবস্থা করেছি কারণ যারা 'শীশ মহলে' থাকতেন তারা এতে অভ্যস্ত। এই ঐতিহ্যটি অতিশী নিজেই শুরু করেছি🐲লেন বলে আমরা দুটি চেয়ারের ব্যবস্থাও করেছি। তিনি এলে দুটো চেয়ার লাগবে। অরবিন্দ কেজরিওয়াল এলে আমরা খুশি হব। জামিনে থাকলেও 🔯তিনি ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারা এলে আমরা আরও কিছুদিন অপেক্ষা করব।
♕সচদেব বলেন, 'যমুনা পরিষ্ꦑকার করার জন্য কেন্দ্রীয় সরকার যে ৮,৫০০ কোটি টাকা দিয়েছে তার হিসাব তাদের দিতে হবে"। এদিকে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবেꦫ যমুনা নদীর দুষণের বিষয়টি নতুন কিছু নয়। সম্প্রতি এক টিভি সাংবাদিককে দেখা গিয়েছি♍ল তিনি নৌকা চেপে যাচ্ছেন যমুনা নদীতে। কিন্তু মনে হচ্ছিল যেন তিনি ফেনার মধ্যে চাপা পড়ে গিয়েছেন।