দিল্লিতে করোনা পরিস্থিতি প্রতিদিন জটিলতর হয়ে দাঁড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় Covid-19 পজিটিভের সংখ্যা ২,২২৪, মারা গিয়েছেন ৫৬ জন যা এ যাবৎ সর্বোচ্চ। পাশাপাশি, লকডাউনের মেয়াদ বাড়াতে রাজি নন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।দিল্লিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৪১,১৮২, যার মধ্যে ১,৩২৭ জন মৃত এবং ১৫,৮২৩ জন সুস্থ হয়ে ওঠা রোগীও রয়েছেন। রবিবার পরীক্ষিত ৭,৩৫৩টি নমুনার মধ্যে ২,২২৪ জন দিল্লিতে পজিটিভ ধরা পড়েছেন। এই দিন কোভিড পজিটিভিটির হার ছিল ৩০.২৪%। গত এক সপ্তাহে দিল্লিতে মোট ৩৪,৯৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৮ থেকে ১৪ জুন পর্যন্ত দিল্লিতে কোভিড পজিটিভিটির হার ৩২.১৩%।শহরে মোট করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ২৪,০৩২। রবিবার নতুন ৫৯৮ জন রোগীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। মোট ৫,১৩৭ জন হাসপাতালে ভরতি আপাতত। তাঁদের মধ্যে ৬৯৫ জন আইসিইউ বিভাগে রয়েছেন। এ ছাড়া বাড়িতে আইসোলেশনে রয়েছেন ২০,৭৯৩ জন। রবিবার নতুন করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২২২ জনকে। রাজধানীর করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বদলীয় বৈঠক আহ্বান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত হন বিজেপি, আপ, কংগ্রেস ও বিএসপি-র প্রতিনিধিরা। উপস্থিত থাকেন দিল্লি প্রশাসনের শীর্ষকর্তারাও।