প্রাণ বাঁচাতে নতুন নাটক শুরু করল নির্ভয়াকাণ্ডের এক অপরাধী। মুকেশ সিং নামে ওই ফাঁসির আসামির শুক্রবার সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছে। তাতে তাঁর দাবি, গোটা বিচারপ্রক্রিয়ায় তাঁকে বিপথে চালিত করেছেন তাঁর আইনজীবী। গোটা ঘটনার সিব🧔িআই তদন্ত চায় সে।
আগামী ২০ মার্চ নির্ভয়াকাণ্ডে দোষী সাব্যস্ত ৪ অপরাধীর ফাঁসির দিন চূড়ান্ত হয়েছে। ওই দিন সকাল ৫.৩০ মিনিটে ফাঁসিত൩ে ঝোলানো হবে তাদের। এর আ🏅গে ৩ বার পিছিয়েছে তাদের ফাঁসির দিন।
এদিন আইনজীবী এমএল শর্মার মাধ্যমে আবেদনটি দাখিল করে মুকেশ। তার দাবি, দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার, আদালতবন্ধু বৃন্দা গ্রোভার ও এক ꦆআ𝓡ইনজীবী মিলে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। যার ফলে ফাঁসিতে ঝুলতে হচ্ছে তাকে। সেজন্য আদালতের কাছে সিবিআই তদন্ত দাবি করেছে সে।
আইনজ্ঞদের মতে, ফাঁসির চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হয়ে যাওয়ার পর ফের কিছুদিন তা পিছনোর ছল ছাড়া কিছুই নয়। আগেই আদ🌌ালত জানিয়েছে, আইনকে 🔴নিয়ে ছেলেখেলা করছে অভিযুক্তরা। এই নিয়ে অভিযুক্তদের আইনজীবীকে সতর্কও করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। ফের একবার সেই খেলাই শুরু করার চেষ্টা চলছে আদালতে।