ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার সময় আইনজীবী চালাচ্ছিলেন গাড়ি। আর তাই দেখে বেজায় চটলেন দিল্লি হাই কোর্টের বিচারপতি। এরপর কোনও সওয়াল জবাব ছাড়াই সেদিনের শুনানি বন্ধ হবে। উল্লেখ্য, দিল্লি দাঙ্গা সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল এদিন। আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেন তাঁর বিরꦏুদ্ধে আনা ইউএপিএ ধারার মামলা যাতে প্রত্যাহার ♉করা হয়। ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনের অধীনে হত্যার চেষ্টা এবং দাঙ্গার অভিযোগ সহ দিল্লি দাঙ্গার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দিল্লি পুলিশ মামলা দায়ের করেছিল হুসেনের বিরুদ্ধে।
এদিন বিচারপতি বলেন যে অ্যাডভোকেটের এহেন আচরণ যথাযথ নয় এবং আদালতে উপস্থিত হওয়ার সময় তাঁর কিছু শালীনতা বজায় রাখা উচিত। বিচারপতি মুক্তা গুপ্তা বলে🌳ন, 'এটি অনুমোদিত নয়, আপনি এই পর্যায়ে নামতে পারেন না।'
উল্লেখ্য তাহির হুসেনের বিরুদ্ধে ইউএপিএর ১৩ (বেআইনি কার্যকলাপের জন্য শাস্তি), ১৫ (সন্ত্রাসী আইন), ১৬ (সন্ত্রাসী আইনের জন্য শাস্তি) এবং ১৮ (ষড়যন্ত্রের জন্য শাস্তি) সহ আরও একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছিল দিল্লি পুলিশের ক্র♔াইম ব্রাঞ্চের তরফে। সেই ধারাগুলি সরানোর দাবিতে আবেদন করেছিল প্রাক্তন আপ নেতা।