বাংলা নিউজ > বিষয় > Delhi riot
Delhi riot
সেরা খবর
সেরা ভিডিয়ো
দিল্লি দাঙ্গায় যারা জড়িত, তাদের কাউকে ছাড়া হবে না বলে লোকসভায় আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিকল্পনামাফিক হিংসা ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন শাহ। তবে মাত্র ৩৬ ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মোট ২৬৪৭ ব্যক্তিকে এখনও পর্যন্ত আটক করা হয়েছে বলে জানান অমিত শাহ। সফটওয়্যার ব্যবহার করে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সমস্ত দাঙ্গাকারীরে চিহ্নিত করা হচ্ছে বলে জানান শাহ। ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য ব্যবহার করা হচ্ছে দাঙ্গাকারীদের শনাক্ত করার জন্য, বলে জানিয়েছেন অমিত শাহ।উস্কানিমূলক স্পিচ সম্পর্কিত বিরোধীদের অভিযোগ খণ্ডন করার জন্য অমিত শাহ বলেন এক বিরোধী নেতা ২৪ ফেব্রুয়ারি সভায় বলেন যে এবার আর-পার কি লড়াই চাই। এটা কী হেট স্পিচ নয়, প্রশ্ন তাঁর। অর্থাত্ নাম না করে সোনিয়া গান্ধীকে বিঁধলেন তিনি। এ ছাড়াও তাহের হুলেন, সারজিল সহ বিভিন্ন নেতার বিরুদ্ধে কামান দাগেন অমিত শাহ। দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো স্পিচ-