বাংলা নিউজ > ঘরে বাইরে > PIL on Compulsory Voting: সকল যোগ্য ভোটারের ভোটাধিকার প্রয়োগ বাধ্যতামূলক করা উচিত? যা বলল দিল্লি হাই কোর্ট
সকল যোগ্য ভোটারকে বাধ্যতামূলক ভাবে ভোট দেওয়ার নির্দেশ দিক কেন্দ্র ও নির্বাচন কমিশন। এই দাবি জানিয়েই দিল্লি হাই কোর্টে দায়ের করা হয়েছিল এক জনস্বার্থ মামলা। তবে সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল দিল্লির উচ্চ আদালত। আদালতের স্পষ্ট বার্তা, আমরা কাউকে ভোট দিতে বাধ্য করতে পারি না। আবেদনকারীর উদ্দেশে দিল্লির উচ্চ আদালতের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা ও বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদের বেঞ্চ বলে, 'আমরা আইন প্রণেতা নই। আমরা এই ধরনের নির্দেশিকা জারি করতে পারি না। সংবিধানে কি ভোট বাধ্যতামূলক করার কোনও বিধান আছে?' (আরও পড়ুন: ডি♛এ আন্দোলনের পারদ চড়ল মেঘলা দিনে, আজ থেকে শুরু সরকারি কর্মীদের 'অসহয🅺োগিতা')