হোটেলর ঘর থেকে নিখোঁজ হওয়ার পরে 🧔হরিদ্বারের গাংনহর খাল থেকে উদ্ধার হল দিল্লির সাংবাদিক অনুজ গুপ্তার দেহ। তাঁর কবজির দু💯’টি শিরা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে।
শনিবার হরিদ্বারের এক হোটেল থেকে উধাও হয়ে যান ৫৬ বছর বয়েসি দিল্লির দ্বারকা অ🧸ঞ্চলের সত্যম অ্যাপার্টমেন্টের বাসিন্দা অনুজ। গাংনহর খালের প𓆏াথরি পাওয়ারহাউজের কাছে তাঁর দেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছেন শনিবার বিকেলে ওই হোটেলে এসে উঠেছিলেন প্রবীণ সা𓃲ংবাদিক। কিছু ক্ষণ ঘরে কাটানোর পরে তিনি বেরিয়েছিলেন এবং গভীর রাতে হোটেলে ফিরেছিলেন। রবিবার অনেক বেলা র্যন্ত♛ তাঁর ঘরের দরজা না খোলায় হোটেলকর্মীদের সন্দেহ হয়। কিন্তু দরজা ধাক্কা দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি।
হোটেল বুকিংয়ের সমময় দেওয়া মোবাইল নম্বরে ফোন করলে দিল্লিতে অনুজের ছেলে পীযূষ সাড়া দেন। তিনি জানান, শনিবার থেকে তাঁর বাবা নিখোঁজ হয়েছেন। দ্বারকা থানায় তাঁর নামে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলেও জানান♑ পীযূষ। এদিকে সকাল ১১টার পরেও হোটেলের ঘরের দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ এসে দরজা ভেঙে ঢুকেও কিন্তু ঘরে অনুজের দেখা মেলেনি। তবে ঘরের মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখা যায়। সিসি ফুটেজে দেখা যায় যে, শনিবার রাত ১🔜১টা নাগাদ হোটেল ছেড়ে বেরয়েছিলেন অনুজ। তল্লাশি অভিযান চালানোর পরে রবিবার তাঁর দেহ পাথরি পাওয়ারহাউজের কাছে পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, অনুজ গুপ্তা আত্মহত্যা করেছেন। তাঁর কবজির শিরা কাটা দেখার পরে এবং হোটেলের ঘর থেকে একটি ব্লেড উদ্ধার করার পরে এমনই মনে হয়েছে গোয়েন্দাদের। বিস্তারিত তদন্তে এই বিষয়💞ে নিশ্চিত হওয়া যাবে বলে তাংদের ধারণা।