‘বেতন না পাওয়ায়’ প্রায় ১,০০০ কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরলেন তিন পরিযায়ী শ্রমিক। বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলেন এই তিন ব্যক্তি। সেখান থেকে হেঁটে-হেঁটে ওড়িশায় নিজের শহরে ফেরেন তাঁরা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে মিলেছে এই খবর। পরিযায়ী শ্রমিকরা জানিয়েছেন, তাঁদের সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। ফলে গণপরিবহণের ভাড়াটুকু দেওয়ার মতো সাধ্যও তাঁদের ছিল না। আরও পড়ুন: অরুণাচল প্রদেশে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের
পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, তিন শ্রমিক প্রায় এক মাস আগে বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করেছিলেন। ২ এপ্রিল শুধুমাত্র এক জোড়া জলের বোতল সম্বল নিয়ে তাঁরা ওড়িশার কোরাপুটে পৌঁছান। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে চমকে ওঠেন। এরপর কোরাটপুটের ক♓িছু সহৃদয় ব্যক্তি তাঁদের কালাহান্ডিতে বাড়িতে পৌঁছাতে সহায়তা করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা জানিয়েছেন, তাঁদের বাড়ি ফেরার আর কোনও বিকল্পই ছিল না। তাঁরা বেঙ্গালুরুতে কাজ করেও প্রতিশ্রুতি মাফিক টাকা পাননি। একইসঙ্গে বেঙ্গালুরুতে তাঁরা অন্য কোনও কাজও খুঁজে পাননি। সেই কারণেই এভাবে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন পরিযায়ী শ্রমিক ১২ সদস্যের একটি বড় দলে𓃲র সঙ্গে গিয়েছিলেন। মাস দুই আগে একজন মধ্যস্থতাকারীর সাহায্যে ওড়িশা থেকে বেঙ্গালুরু গিয়েছিলেন। এদিকে কাজ করার পরেও ওই তিন ব্যক্তি মজুরি পাননি বলে ꦐদাবি করেছেন। নিয়োগকারীর কাছে এই বিষয়ে জানানো হলে উল্টে তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ।
'আমরা বেঙ্গালুরু গিয়েছিলাম টাকা উপার্জন করতে। বাড়িতে আমাদের পরিবার-সংসার চালাতে। কিন্তু কাজ শেষ করেও প্রতিশ্রুতি মতো টাকা পাইনি। দাবি করলে উল্টে আমাদেরই মারধর করা হয়। আমরা আর অত্যাচার সহ্য করতে পারিনি, তাই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই,' জানালেন এক শ্রমিক। আরও পড়ুন: পরিযায়ী শ্রমিক নিয়ে 'ভুয়ো খবর,' OPIndia'র CEO, এডিটর নূপুর শর্মার বিরুদ্ধে মামলা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক