সকালে নৌকায় বের করছিলেন জেলেরা। হঠাত্ই কাবেরী নদীতে ভাসতে ♈দেখলেন একটি গাড়ি। লাল রঙের বড়সড় এসইউভি। দুর্ঘটনা ঘটেছে ভেবে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন কর্ণাটকের শ্রীরাঙ্গাপাটনার বাসিন্দারা। চলে আসেন উদ্ধারকর্মীরাও। তবে বিলাসবহুল বিএমডব্লু গাড়িটির মধ্যে মেলেনি কাউকে। ফাঁকা গাড়িই ভাসছিল নদীর জলে।
তাও কোনও এনꦿ্ট্রি লেভেল বিএমডব্লু নয়। রীতিমতো ১.৩ কোটি টাকা দা🧔মের BMW X6 মডেল।
গাড়িটি নদী থেকে তোলা হয়। প🌟ুলিশ রেজিস্ট্রেশন থেকে জানতে পারে গাড়িটি বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউটের এক ব্যক্তির।
মালিক🎃কে খুঁজে বের করেন পুলিশকর্মীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য শ্♛রীরঙ্গপাটনায় নিয়ে আসা হয়।
কিন্তু তাঁর কাছ থেকে কোন উত্তর꧃ না পেয়ে, পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা জানান, সম্প্রতি ওই ব্যক্তির মায়ের মৃত্যু হয়েছে। তার পর থেকেই এক গভীর ডিপ্রেশনে চলে গিয়েছে সে। গাড়ি করে ব্যাঙ্গালুরুতে বাড়ি ফিরছিলেন তিনি। সে💯ই সময়েই দুঃখে-বেদনায় গাড়িটি নদীতে ফেলে দেন।
পর𝓰িবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেন পুলিশকর্মীরা। এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করেনি পুলিশ। তাঁর পরিবার বিএমডব্লিউ গাড়িট🦂ি ব্যাঙ্গালুরুতে নিয়ে গিয়েছে বলে খবর।