ডেভেলপড ইন রাশিয়া। মেড ইন ইন্ডিয়া।
ভারতেই উত্পাদিত হবে রুশ কܫরোনা টিকা Sputnik Light । একটি ডোজের এই করোনা টিকা আগামী কয়েক মাসে ভারতসহ আরও বেশ কিছু দেশে উত্পাদিত হবে।♒ বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন এই টিকার প্রস্তুতকারকরা।
প্রস্তুতকারক কারা?
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক এবং গামালেয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি-র যৌথ উদ্যোগে তৈরী হয়েছে এই করোনা টিকা। বিনিয়োগ করেছে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-ও(RDIF)। বুধবারই রাশিয়ায় প্রয়োগের ছাড়পত্র মিলেছে বলে জানিয়েছেন প্রস্তুতকারকরা।
রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দ🔯িমিত্রিয়েভ সংবাদসংস্থা ব্লুমবার্গকে জানিয়েছেন, রাশিয়ায় প্রধানত স্পুটনিক-ভি ব্যবহার করা হবে। যে সকল দেশে করোনার সংক্রমণ বাড়ছে, সেই দেশে Sputnik Li♌ght টিকা ব্যবহার করা হবে।
কার্যকারিতা :
রাশিয়ার গণটিকাকরণ প্রোগ্রামের অংশ হিসাবে এই টিকার প্রয়োগ করা হয়েছে। মোট ২৮ দিন ধরে টিকাকরণ ও তার পরবর্তী প্রভাবের তথ্য সংগ্রহ করেন গবেষকরা। সংস্থা জানিয়েছে, এই 🌼টিকা প্রায় ৭৯.৪% কার্যকর।
দুটি পর্যায়ের পর্যবেক্ষণে দেখা গিয়েছে Sputnik Light প্রয়োগের ২৮ দিনের মাথায় ℱ৯৬.৯% ব্যক্তির শরীরে অ্যান্টিজেন স্পেসিফিক igG অ্যান্টিবডি তৈরী হয়েছে।
তৃতীয় ফেজে মোট ৭ হাজার ব্যক্তিকে এই টিকা দেওয়া হয়। শুধু রাশিয়া নয়, সংযুক্ত আরব আমিরশাহী এবং 💧ঘানাতেও প্রয়োগ করা হয়েছে। চলছে পর্যবেক্🅺ষণ। মে মাসেই এর নয়া কার্যকারিতা রিপোর্ট আসার কথা।
নয়া স্ট্রেইনের বিরুদ্ধে আদৌ কার্যকর?
শুধু তাই নয়, করোনার নয়া স্ট্রেইনগুলির বিরুদ্ধেও Sputnik Light যথেষ্ট কার্যক🐷র বলে জানিয়েছে সংস্থা।
পার্শ্বপ্রতিক্রিয়া :
টিকা গ্রহণকারীদের মধ্যে কোনও গুরুতর 🀅পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ন🅠ি।
সুবিধা :
এটি সংক্রমণের সম্ভাবনা💜 কমাতে সক্ষম। টিকা গ্রহণের ২৮ দিনের মাথায় সংক্রমিত হওয়ার হার ছিল .২৭৭% । এই একই সময়ের মধ্যে টিকা গ্রহণ না করা প্রাপ্তবয়স্কদের মধ্যে সংক্রমণের হার ছিল ১ജ.৩৪৯% ।
এছাড়া এর সবচেয়ে বড় সুবিধা হল যে এটি সিঙ্গেল ডোজের। ফলে একবার টিওকা নিলেই নিশ্চিন্ত। টিকাকরণ প্রসেসে এটি যথেষ্ট গতি আনবে।
সংরক্ষণের সুবিধা :
অন্যান্য কিছু টিকার মতো বিশ💖েষ ফ্রিজারে খুব কম তাপমাত্রায় রাখার প্রয়োজন নেই। সাধারণ ফ্রিজারে ২-৮ ডিগ্রি সেলসিয়াসেই সংরক্ষণ করা যাবে।
দাম :
প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই টিকা🍬র দাম ১০ মার্কিন ডলারেꦏর আশেপাশে হবে।
প্রসঙ্গত, গত মাসেই রাশিয়ার অপর করোনা টিকা Sputnik V ছাড়পত্র পেয়ꦕেছে ভারতে।