বাংলা নিউজ > ঘরে বাইরে > Dhaka University Rabindranath Tagore Statue: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'গুম' হয়ে যাওয়া রবীন্দ্রনাথের খোঁজ মিলল আবর্জনায়!
লেখকদের 'মুক্তকণ্ঠ রোধ' করা হচ্ছে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পড়ুয়ারা সাড়ে ১৯ ফুট উঁচু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য তৈরি ক্যাম্পাসে বসিয়েছিলেন। প্রতিবাদ জানাতে রবি ঠাকুরের মুখে কালো রঙের টেপ সেঁটে দেওয়া হয়েছিল। পাশাপাশি রবি ঠাকুরের হাতে থাকা 'গীতাঞ্জলি'টির মধ্যে দিয়ে পেরেক চলে গিয়েছিল। সেটি রক্তাক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে স্থাপন করা হয়েছিল রবীন্দ্রনাথের এই ভাস্কর্য। তবে মঙ্গলবার সেই মূর্তিটি 'গুম' হয়ে যায়। সেই গুম মূর্তির মাথাটা এবার মিলল আবর্জনার মধ্যে। (আরও পড়ুন: সপ্তম বꦇেতন কমিশন নিয়ে বড় ঘোষণা বিজেপির, পদ্মের চালে চাপে পড়বে ঘাসফুল?)