ফের এক ধর্মসংসদ কাড়ল খবরের শিরোনাম। এর আগে হরিদ্বার সহ একাধিক জায়গায় ধর্মসংসদ ঘিরে বহু বিতর্কিত ঘটনা উঠে এসেছে। এꦆরপর নতুন করে, খবরে উঠে এল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ধর্মসংসদ। ওই ধর্মসংসদে এদিন ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার সপক্ষে প্রস্তাব পাশ হয়। সেই মতো ধর্মসংসদের দাবি, এবার 'হিন্দুরাষ্ট্র ভারত' আখ্যার সপক্ষে কেন্দ্রীয় সরকারকে একটি বিল সংসদে আনতে হবে।
ভারতকে সাংবিধানিকভাবে হিন্দুরাষ্ট্র ঘোষণার সপক্ষে এদিন প্রয়াগরাজের ধর্মসংসদে আলোচনা হয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মাঘমেলার আয়োজনের মাঝে এই ধর্মসংসদে হিন্দুরাষ্ট্রের ভাবনা নিয়ে বিভিন্ন আলোচনা উঠে আসে। সেখানের ধর্মসংসদে ভারতকে হিন্দুরাষ্ট্র ঘোষণা করার সপক্ষে প্রস্তাবও পাশ করা হয়। এছাড়াও ধর্মান্তরণের বিরুদ্ধে যাতে দেশে একটি কড়া আইন প্রণীত হয় তার সপক্ষেও প্রস্তাব পাশ হয়। এদিকে, ধর্মসংসদে যোগ দেওয়া সন্ন্যাসীদের দাবি, কཧেন্দ্রীয় সরকার এবার ভারতকে সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ঘোষণার সপক্ষে যেন বিল পেশ করে সংসদে। এই সন্ত সম্মেলনের মুখ্য অতিথি হলেন, কাশী সুমেরুপীঠের স্বামী নরেন্দ্রনন্দ সরস্বতী। তিনি বলেন, ভারতের মতো দেশে বহু রাষ্ট্রপুত্র হতে পারেন, তবে রাষ্ট্রপিতা নন। এছাড়াও তাঁর দাবি দেশের স্কুলগুলির পাঠ্যক্রমে ভগত সিং ও রাজগুরুর মতো স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে পঠনপাঠন যেন নিশ্চিত করা হয়। একই সঙ্গে তাঁর দাবি, দেশে যে পাঁচ হাজার মন্দির সরকার অধিগ্রহণ করে রেখেছে, তা এবার সরকারি আওতা থেকে মুক্ত করা হোক। এছাড়াও ধর্মসংসদ থেকে দাবি তোলা হয় যে, সন্ত্রাসবাদীরা ধরা পড়লে , তাদের যেন শিরচ্ছেদ করার অধিকার দেশের সেনাকে দেওয়া হয়।
উল্লেখ্য,২০২১ সালের শেষে হরিদ্বারে আয়োজিত ধর্মসংসদ ঘিরে রীতিমতো বিতর্কের পারদ চড়তে থাকে। ওই ধর্মসংসদ ঘিরে একটি অডিয়ো ক্লিপ ভাইরাল (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) হয়। সেই অডিয়ো ক্লিপে হিংসাত্মক বার্তা সহ উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ ওঠে। অভিযোগ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। হরিদ্বারের ধর্মসংসদ কাণ্ডে একাধিক সন্ন্যাসী সহ গ্রেফতার হন জিতেন্দ্র ত্যাগী ওরফে ওয়াসিম রিজভি।♉ এরপরই সামনে এসেছিল ছত্তিশগড়ের ধর্ওমসংসদের ঘটনা। সেখানে কালীচরণ মহারাজের বিরুদ্ধে মহাত্মা গান্ধী সম্পর্কে আপত্তিকর বক্তব্য ঘিরে চরম বিতর্ক দানা বাঁধে। এরপর নতুন করে শিরোনাম কাড়ছে প্রয়াগরাজের ধর্মসংসদ।