আজ, অর্থআত্ ৭ মে দেশের সব থেকে বড় ব্যাঙ্ক, স্টেট🔯 ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিজিটাল সার্ভিস ব্যাহত হবে বলে জানিয়ে দিল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একটি টুইট করে ব্যাঙ্কের তরফে জা🌄নানো হয়, ওয়েবসাইটের রক্ষণাবেক্ষণের জেরে এসবিআই-এর যাবতীয় ডিজিটাল সার্ভিস বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
ব্যাঙ্কের তরফে টুইট করে লেখা হয়, '৭ মে ১০টা ১৫🀅 মিনিট থেকে ৮ মে ভোট ১টা ৪৫ মিনিট পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই সময়ে INB/YONO/ YONO Lite/ UPI সার্ভিস কাজ করবে না। আমরা এই সময়ে গ্রাহকদের হতে চলা অসুবিধার জন্যে দুঃখিত।'
উল্লেখ্য, গতমাসেও রক্ষণাবেক্ষণের জেরে ব্যাঙ্কের YONO, YONO লাইট, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI সহ ডিজিটাল প্ল্🔴যাটফর্মের সার্ভিস ব্যাহত হয়েছিল। দেশ জুড়ে এসবিআই-এর ২২ হাজারটি শাখা রয়েছে। তাছাড়া ৫৭ হাজার ৮৮৯টি এটিএম রয়েছে। ব্যাঙ্কের ৮৫ মিলিয়ন ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহারকারী গ্রাহক রয়েছেন, ১৯ মিলিয়ন মোবাইল ব্যাঙ্কিং ব্যবহারকারী গ্রাহক রয়েছন। শুধু YONO-র ব্যবহারকারীর সংখ্যা𝕴ই ৩৫ মিলিয়নের উপরে। এছাড়া এসবিআই-এর ইউপিআই ব্যবহার করেন ১৩৫ মিলিয়ন গ্রাহক।