কমলা হ্যারিসকে নিয়ে 'জাতি বিদ্বেষমূলক মন্তব্য়' রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। গতকাল এক সাক্ষাৎকারে টিভি ক্যামেরার সামনে ট্রাম্প বলেন, 'আমি তো জানতাম কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত। তিনি তো কয়েক বছর আগে কৃষ্ণাঙ্গ হয়েছেন।' উল্লেখ্য, সম্প্রতি রিপাবলিকানরা কমলা হ্যারিসকে 'ডেই হায়ার' বলে কটাক্ষ করে আসছেন। এই নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি সঞ্চালককে পালটা প্রশ্ন করেন, 'কমলা হ্যারিস কি কৃষ্ণাঙ্গ না ভারতীয়?' (আরও পড়ুন: ভারী বৃষ্টি দিল্লিতে,নতুন সংসদে চুঁইয়ে 🎀পড়ছে জল! ভাইরাল সাংসদের পোস্ট করা ভিডিয়ো)
আরও পড়ুন: মেঘভাঙা বৃষ্টিতে হিমাচলে মৃত বহুജ, ধসে একাধিক মৃত্যু উত্তরাখণ্ডꦓেও, আটকে ২০০
এদিকে 'ডেই হায়ার' মানে কি? কেন এই নামে কমলাকে আক্রমণ শানাচ্ছেন রিপাবলিকানরা? মার্কিন কর্পোরেট ক্ষেত্রে সংস্থায় সামাজিক বৈচিত্র্য বৃদ্ধি করতে বিভিন্ন জাতির কর্মীদের নেওয়া হয় এবং নেতৃত্বে তুলে আনা হয়। এদিকে রিপাবলিকানদের অভিযোগ, এই জাতিগত বৈচিত্র্য আনতে গিয়ে মার্কিনিদের বঞ্চিত করা হয়। এই আবহে গত একবছরে 'ডেই হায়ার' বিরোধী ৮৫টি বিল মার্কিন কংগ্রেসে পেশ করেছেন রিপাবলিকনরা। (আরও পড়ুন: সাইবার হানার জেরে বন্ধ কোন কোন ব্𝔉যাঙ্কের UPI পরিষেবা? যা বলছে NCPI...)
আরও পড়ুন: SC, ST-র সাব-ক্লাসিফিকেশন করতে পাꦇরে রাজ্য, বড় রায় সুপ্রিম কোর্টের
এদিকে এই ডেই হায়ার আখ্যা দিয়ে কমলা♈কে আক্রমণ করার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি তো কয়েক বছর আগে পর্যন্ত জানতাম নাযে কমলা হ্যারিস কৃষ্ণাঙ্গ। কয়েক বছর আগে তিনি হঠাৎ করে কৃষ্ণাঙ্গ হয়ে যান। এখন তিনি দাবি করেন, তাঁকে যাতে কৃষ্ণাঙ্গ হিসেবে আখ্যা দেওয়া হয়। কমলা চিরকালই নিজের ভারতীয় সংস্কৃতি তুলে ধরেছেন। তাই এখন আমি জানি না, তিনি কি ভারতীয় নাকি তিনি কৃষ্ণাঙ্গ?' এদিকে ট্রাম্পের এই বিদ্রুপের জবাবে কমলা হ্যারিস বলেন, 'এই একই পুরনো কথা বলছেন তিনি। আমেরিকা এর থেকে ভালো কিছꦇু পাওয়ার যোগ্য।'
আরও পড়ুন: অগস্টে ২ দফায় লম্বা ছুটি পাবেন সরকারি কর্মীরা, এই মাসে কবে কবে ব𒀰্যাঙ্ক বন💜্ধ?
এর আগে বাইড💛েনের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে জয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন কমলা। আমেরিকার প্রথম মহিলা হিসেবে উপ রাষ্ট্রপতির দায়িত্বভার সামলেছেন তিনি। আর এবার তিনি য🦄দি ট্রাম্প হারাতে পারেন, তাহলে প্রথম মহিলা, এশিয়ান বা ভারতীয় বংশোদ্ভূত হিসেবে এই পদে আসীন হবেন। প্রসঙ্গত, কমলা হ্যারিসের মা ভারতীয় ছিলেন। তাঁর বাবা ছিলেন কৃষ্ণাঙ্গ। কমলার মা প্রয়াত শ্যামলা গোপালান ছিলেন তামিলনাড়ুর বাসিন্দা, পড়াশোনার সূত্রে আমেরিকায় যাওয়ার আগে। সেখানে গিয়ে এক কৃষ্ণাঙ্গের প্রেমে পড়েন ও তাঁকে বিয়েও করেন। যদিও খুব বেশি দিন টেকেনি সেই বিয়ে। কর্মসূত্রে আমেরিকায় থেকে গেলেও ভারতের সঙ্গে যোগ ছিন্ন করেননি শ্যামলা। ছুটিতে চেন্নাইতেও নিয়ে আসতেন তাঁর দুই মেয়েকে।