Kamala Harrris On Trump’s IVF Comment: নিজেক🌺ে আইভিএফ-র জনক বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই দাবিকেই আজব বলে মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। পেনসিলভানিয়া থেকে এয়ার ফোর্স২-তে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন কমলা হ্যারিস। সেখানেই তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্পের উদ্ভট নীতি
ট্রাম্পের দাবিকে উদ্ভট বলার পাশাপাশি গর্ভপাতের সমস্যা নিয়েও মুখ খুলেছেেন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্🍒যারিস। তাঁর কথায়, মার্কিনি মহিলাদের বর্তমানে যে ‘গর্ভপাতের বিধিনিষেধ বা সীমিত গর্ভপাত’-এর নিয়ম মেনে চলতে হয়, তার অন্যতম কারণ ট্রাম্পের উদ্ভট নীতি। এসব উদ্ভট কথা না বলে সেই নীতির দায় তাঁর নেওয়া উচিত বলে মন্তব্য করেন কমলা হ্যারিস।
আইভিএফ পদ্ধতির ‘জনক’
আইভিএফ পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার পদ্ধতি এখন অনেকেই বেছে নিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র✤ের মতো দেশে এটি বেশ প্রচলিত পদ্ধতি। সম্প্রতি নিজের ভোটব্যাঙ্ক পোক্ত করার উদ্দেশ্যে একটি সভায় এই নিয়েই মোক্ষম কথা বলে বসলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির নেতা মহিলাদের একটি 🐼জনসভায় নিজেকে আইভিএফ-র জনক বলে উল্লেখ করেন।
আরও পড়ুন - Nal Sankranti 2024: গর্ভস্থ ন🌞ারীজ্ঞানে পূজিত হয় ধান, নল সংক্রান্তির নেপܫথ্যে এই বিজ্ঞানও নিহিত
অভিবাসন নীতিতে সমস্যা
ঘটনাক্রমে এই জাতীয় অসংলগ্ন বা উদ্ভট মন্তব্যের অভিযোগ প্রায়ই ওঠে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। যা অনেকের কথায় পাবলিসিটি গিমিক বা ‘খবরে’ থাকার চেষ্টাও হতে পারে। তবে ট্রাম্পের গর্ভপাত সংক্রান্ত আইনের পাশাপাশি কমলা হ্যারিস অন্য একটি সমস্যার কথাও তুলে ধরেছেন সংবাদমাধ্যমে। ফক্স নিꦺꦛউজকে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতেও বেশ কিছু সমস্যা রয়েছে। যা ঠিক করা দরকার বলে মনে করেন প্রেসিডেন্ট পদপ্রার্থী।
ভোটের বড় ইস্যু
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের জন্য একটি বড় ইস্য়ু হতে চলেছে গর্ভপাত সংক্রান্ত আইনের সমস্যা। এই আইনের জন্য বহু মার্কিনি মহিলা আইনি জটে জড়িয়ে পড়ছেন। এই দি꧒ন সেই কথাই বলেন কমলা হ্যারিস। তবে ডোনাল্ড ট্রাম্পের কথায় তিনি ক্ষমতায় এলে সন্তানের জন্য করছাড়ের সুবিধাও দেবেন ঠিক করেছেন। তাঁর কন্যা ইভাঙ্কা ট্রাম্প তাঁকে এই বিষয়ে উৎসাহ জানিয়েছেন। ট্রাম্পের কথায় আইভিএফ আরও ব্যাপক আকারে হোক, এটাই তাঁদের দল চায়। কিন্তু ডেমোক্র্যাটরা সেটি হতে দিতে চায় না বলে অভিযোগ জানান তিনি♛।