শতাব্দী প্রাচীন পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স থেকে চুরি হয়ে গেল টাকা ও গয়না। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালে বিষয়টি মন্দির কর্তৃপক্ষের নজরে আসে। প্রণামী বাক্সের তালা ভেঙে দুষ্কৃতীরা টাকা এবং গয়না লুট করে নিয়েছে বলে অভিযোগ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের তরফে থানায় কোনও অভিযোগ জানানো হয়নি। তবে এই ঘটনার পরেই তদন্ত🍬 শুরু করেছে পুলিশ। জগন্নাথ মন্দিরের মতো একটি প্রখ্যাত একটি মন্দিরে এরকম চুরির ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে মন্দিরের নিরাপত্তা নিয়ে।
আরও পড়ুন: Puri Jagannath Temple: প্লেন কেন, পাখিও ওড়ে না এই মন্দির🥃ের উপর দিয়ে, রহস্য অগুনতি
মন্দির সূত্রে জানা গিয়েছে, মন্দিরের দক্ষিণ দরজার কাছে ভীম মূর্তির নীচে প্রণামী বাক্সটি রাখা হয়েছিল। সেটি লোহার রড দিয়ে ভাঙা হয়েছে বলে অনুমান মন্দির কর্তৃপক্ষের। জগন্নাথ টেম্পল পুলিশ (জেটিপি) মন্দির চত্বরের ভিতরে নৃসিংহ মন্দিরের পিছনের দিক থেকে খালি বাক্সটি উদ্ধার করেছে। সাধারণত প্রতিদিনই জগন্নাথ মন্দির পরিদর্শনে যান বহু পুণ্যার্থী। তাঁরা অনেকেই প্রণামী বাক্সে টাকা, গয়না যে যেমন পারেন দান করেন। ফলে স্বাভাবিকভাবে জগন্নাথ মন🐓্দিরের প্রণামী বাক্সে প্রচুর পরিমাণে টাকা এবং গয়না ছিল। সেই সমস্ত কিছু লুট করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার সকালে প্রণামী বাক্সটি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন সেবায়েতরা। পুজোর সময় নৃসিংহ মন্দিরের প্রবেশ করতেই তাঁরা প্রণামী বাক্সের এই অবস্থা দেখে কার্যত বিস্মিত হয়ে ওঠেন খবর ছড়িয়ে পড়তেই সেখানে আসেন সকল সেবায়েত এবং জগন্নাথ মন্দির কমিটির সদস্যরা। জগন্নাথ টেম্পল পুলিশ মন্দির কর্তৃপক্ষের হাতে বাক্সটি তুলে দিয়েছে।