সেই মে মাস থেকে মণিপুরে ধারাবাহিক অশান্তি চলছে। কুকি বনাম মৈতেয়ীদের সংঘর্ষ। চরম আকার নিচ্ছে। তার আঁচ পড়ছে উত্তর পূর্বের অন্য রাজ্যেও। তবে সম্প্রতি মিজোরামে কুকিদের প্রতি কার্যত সংহতি জানিয়ে মিছিল বের হয়েছিল। আর সেই মিছিল থেকে মণিপুরের মুখ্য়মন্ত্রী সম্পর্কে যা বলা হয়েছে তা একেবারেই পছন্দ নয় মুখ্য়মন্ত্রী এন বীরেন সিংহের। ওয়াকিবহাল মহলের মতে, মণিপুরের পরিস্থিতি নিয়ে রীতিমতো চাপে রয়েছেন এন বীরেন🍬 সিংহ। তার উপর পাশের রাজ্যে মিছিল। সেখানে আবার তাঁকে নিয়েই কটাক্ষ। আর সেই মিছিলে মিজোরামের 🔴মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও ছিলেন। এরপরই এনিয়ে পালটা দিলেন এন বীরেন সিংহ।
এমনকী মিজোরা෴মের মুখ🥂্য়মন্ত্রীর বিরুদ্ধে ইম্ফলে নানা প্রতিবাদ কর্মসূচিও হয়েছে। এমনকী রাস্তায় কুশপুতুলও দাহ করা হয়েছে। স্থানীয়দের দাবি, মণিপুর সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য অন্যরা করলে, তা মানব না।
এদিকে হিংসায় বিধ্বস্ত মণিপুর। অনেকেই ঘ💖রছাড়া। তার মধ্যে গণধর্ষণের পরে দুই নারীকে বিবস্ত্র অবস্থায় ঘোরানো হয়েছে রাস্তায়। সেই ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে বিশ্বে। তার মধ্🤡য়েই মণিপুর থেকে ঘরছাড়া বহু মানুষ মিজোরামে আশ্রয় নিয়েছেন বলে খবর। কার্যত আতঙ্কে তাঁরা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে। মণিপুর তাঁদের কাছে নিরাপদ এটা না মনে করেই তাঁরা অন্য় রাজ্যে চলে গিয়েছেন। তার উপর সেই মিজোরামের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মিছিল থেকে কটাক্ষ মিজোরামের সিএমকে।
তবে এবার তার পালটা দিলেন এন বীরেন সিংহ।
এন বীরেন সিংহের স্পষ্ট♛ বার্তা, আমি মিজোরামের মুখ্যমন্ত্রী⭕কে বলব, অন্য রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না।
বুধবার কার্গিল বিজয় দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই বার্তা দেন। একেবারে নাম করে এই বার্তা। মিজোরামের মিছিলের জেরে তিনি যে সন্তুষ্ট নন একথাও কার্যত তাঁর এই বার্তায় সামনে এসেছে। তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ করার পর থেকেই উত্তেজন🐬া ছড়ায়। মণিপুর সরকার রাজ্যে বসবাসকারী কুকিদের বিরুদ্ধে নয়। এটা জানিয়ে দিতে চাইছি। রাজ্যের অখণ্ডতা রক্ষার জন্য় যে তিনি বদ্ধপরিকর একথাও জানিয়ে দেন।
মণিপুর ইস্যু ঝড় তুল🌌েছে গোটা দেশে।সেই সঙ্গেই এবার মণিপুরের সঙ্গে মিজোরামের নতুন মন কষাকষি।