CEC on EVM:‘বিস্ফোরণে ব্যবহৃত পেজারের মতো ইভিএম হ্যাক হয় না’, কংগ্রেসের অভিযোগ উড়িয়ে জবাব CEC রাজীব কুমারের
1 মিনিটে পড়ুন Updated: 15 Oct 2024, 09:44 PM IST🔯রাজীব কুমার বলেন,' ইভিএম নিয়ে ২০ টি অভিযোগের আলাদা আলাদা উত্তর দেওয়া হবে। তথ্য তুলে ধরে।'
🔯রাজীব কুমার বলেন,' ইভিএম নিয়ে ২০ টি অভিযোগের আলাদা আলাদা উত্তর দেওয়া হবে। তথ্য তুলে ধরে।'
💦 ইভিএম নিয়ে এদিন মুখ খুলেই কার্যত কংগ্রেসের অভিযোগকে নস্যাৎ করে দিলেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। মঙ্গলবার ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই ঘোষণা করার সময়ই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইভিএম নিয়ে মুখ খোলেন মুখ্য নির্বাচন কমিশনার।
⭕ সদ্য হরিয়ানা বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে নিয়ে কংগ্রেসের তরফে একাধিক অভিযোগ তোলা হয়। সেই প্রসঙ্গে, রাজীব কুমার বলেন,' ইভিএম নিয়ে ২০ টি অভিযোগের আলাদা আলাদা উত্তর দেওয়া হবে। তথ্য তুলে ধরে।' তিনি জানান, ‘ভোটের গণনার ৫ দিন আগে ইভিএমের কমিশনিং শুরু হয়। সেই সময়ই ইভিএমে ব্যাটারি ঢোকানোর কাজ শুরু হয়।’ তিনি জানান, ইভিএমে ব্যাটারি ঢোকানোর পর তা সিল করা হয়। তারপর মেশিনগুলি দেখে রাজনৈতিক দলগুলির প্রতিনিধি, প্রার্থী বা এজেন্ট স্বাক্ষর করেন।
💙 এদিকে, সদ্য কংগ্রেসের নেতা রশিদ আলভি সদ্য ইভিএম হ্যাকিংএর অভিযোগ ঘিরে একটি মন্তব্য করেছেন। রশিদ আলভি বলেন,'যদি পেজার, ওয়াকিটকি দিয়ে ইজরায়েল মানুষ মারতে পারে, তাহলে ইভিএম নিয়ে কী বলবেন? প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক রয়েছে ইজরায়েলের সঙ্গে। ইজরায়েল এই বিষয়গুলিতে বিশেষজ্ঞ। ইভিএমের বড় খেলা যেকোনও কোথাও হতে পারে। বিজেপি ভোটের আগে এই সমস্ত খেলা খেলে।'
꧑ এদিকে, রশিদ আলভির বক্তব্যের পর নাম না করে ইভিএম নিয়ে মন্তব্য করেন রাজীব কুমার। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন,' বিস্ফোরণে ব্যবহৃত পেজারের মতো ইভিএম হ্যাক হয় না। আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, যে ইভিএম কি পেজারের মতো ব্যবহার করা যায়, যা কয়েকটি জায়গায় ব্যবহার হচ্ছে। পার্থক্যটা হল, ইভিএম পেজারের মতো সংযুক্ত হয় না।'
( 🌼কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৪র পূর্ণিমা কখন পড়ছে? শুভ দিনে রয়েছে রবি যোগ! রইল তিথি)
🌠 এর আগে কংগ্রেসের রশিদ আলভির মন্তব্যে, সদ্য ইজরায়েলের তরফে হিজবোল্লার ওপর হামলার মতো বিষয় উঠে আসে। প্রসঙ্গত, ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ, তারা পেজার বিস্ফোরণ ঘটিয়ে হিজবোল্লার ওপর হামলা চালায়। আলভি বলেন,' মহারাষ্ট্রে বিরোধীদের তরফে চাপ দেওয়া উচিত, যাতে ভোট ব্যালটে হয়। ইভিএম-এ নয়। নয়তো মহারাষ্ট্রে বিজেপি সরকার আর নির্বাচন কমিশন অনেক কিছু করতে পারে। '