বিশ্বব্যাপী পরিস্থিতির জেরে ধাক্কা খেতে পারে রফতানি।🧔 তার জেরে আগামী অর্থবর্ষে (২০২৩-২৪) ভারতে আর্থিক বৃদ্ধির হার কিছুটা কমতে পারে। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, আগামী অর্থবর্ষে ভারতে ছয় শতাংশ থেকে ৬.৮ শতাংশ হারে জিডিপি বৃদ্ধি পেতে পারে🌼। যা চলতি অর্থবর্ষে সাত শতাংশ ধরা হয়েছে।
আর্থিক বৃদ্ধির পূর্বাভাস
মঙ্গলবার সংসদে যে অর্থনৈতিক সমীক্ষা পেশ করেছেন, তাতে আগামী অর্থবর্ষে (২০২৩-২৪) ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশে ঠেকতে পারে। যা চলতি অর্থবর্ষের থেকে কিছুটা কম। চলতি অর্থবর্ষে ভারতের আর্🍰থিক বৃদ্ধির হার সাত শতাংশ থাকবে বলে অনুমান করা হয়েছে। যা ২০২১-২২ অর্থবর্ষে ৮.৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েꦿছিল।
আর্থিক সমীক্ষায় ভারতের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে কয়েকটি মূল বিষয় চিহ্নিত করা হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, চিন থেকে করোনাভাইরাস ছড়ানোর পর বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব কম ছিল। করোনার ধাক্কার পর চিন যখন বিধিনিষেধ তুলে নিয়েছিল, তাতে মুদ্রাস্ফীতিমূলক যে ঘাত ছিল,🔯 তা তেমন উল্লেখ্যজনক বা দীর্ঘস্থায়ী ছিল। সে🔥ইসঙ্গে ভারতের মুদ্রাস্ফীতির বিষয়টিও তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন: Economℱic Survey Explained: অর্থনৈতিক সমীক্ষা কী? জেনে নিন সহজ ভাষায়
পরে সাংবাদিক বৈঠকে ভারতের মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন বলেন, 'চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। আগামী অর্থবর্ষে (২০২৩-২৪) জিডিপির হার হবে ৬.১ শতাংশ। যা ২০২৪-২৫ অর্থবর্ষে তা হতে পারে ৬.৮ꦓ শতাশ। চলতি দশকের বাকি সময়টা ভারতের অর্থনীতি ভালোভাবে এগিয়ে যাবে।'
চাপের মধ্যে থাকবে টাকা
অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, চাপের মধ্যে থাকতে পারে টাকা। কমতে পারে টাকার মূল্য। মঙ্গলবার বাজার খোলার সময় মার্কিন ডলারের তুলনায় ভ𒆙ারতীয় মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে। এক মাꦛর্কিন ডলারের দাম পড়ছে ৮১.৬৪ টাকা।
কংগ্রেসের আক্রমণ
যদিও আর্থিক বৃদ্ধির হারের যে পূর্বাভাস দেওয়া হয়েছ🔴ে, তা নিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। জাতীয় মুখপাত্র গৌরব বল্লভের কটাক্ষ, '২০২২ সালের অর্থনৈতিক সমীক্ষায় পূর্বাভাস দেওয়া হয়েছিল যে আট শতাংশ থেকে ৮.৫ শতাংশ হারে আমাদের আর্থিক বৃদ্ধি হবে। আদতে সাত শতাংশের আশপাশে হয়েছিল (১৫ শতাংশ ছাড় দিয়ে)। আগামী অর্থবর্ষে (২০২৩-২৪) ভারতের আর্থিক বৃদ্ধির হার ৬ থেকে ৬.৮ শতাংশে ঠেকতে পারে বলা হচ্ছে। আদতে কত হবে? আমর🌜া যদি একই ফর্মুলা ব্যবহার করি, তাহলে ৫.৪৪ শতাংশ হবে।'
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )