এক দশক পুরনো এক মামলায় চরম বিপাকে পড়লে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। এই কংগ্রেস নেতার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার প্রমাণ রয়েছে বলে বড় দাবি করল ইডি। পিএমএলএ (আর্থিক তছরুপ প্রতিরোধ আইন) মমলার চার্জশিটে পয়লা নম্বর অভিযুক্ত হিসেবে রেভান্থের নাম রেখেছে ইডি। উল্লেখ্য, ২০১৫ সালের সেই মামলার পরিপ্রেক্ষিতে বুধবার হায়দরাবাদের আদালতে হাজির হবেন রেভান্থ। (আরও পড়ুন: আমরা চেয়েছিলাম꧂ কানাডার 🅷দাবিকে গুরুত্ব দিক ভারত, তবে তারা তো অন্য পথে হাঁটছে: USA)
আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ১০টি ভরতীয় উড়ানে বোমাতঙ্ক, একের পর এক 🌱বিমান উড়িয়ে দেওয়ার হুমক🐼ি
উল্লেখ্য, ২০১৫ সালের এই মামলায় ২০১৯ সালে ইডির জেরার মুখে পড়ဣেছিলেন রেভান্থ রেড্ডি। সেই সময় নাকি তিনি তদন্তকারী অভিসারদের কোনও প্রশ্নেরই সরাসরি জবাব দেননি। বরং সেই সব প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন। এই আবহে আদালতের নথি এবং তদন্তে তাঁদের হাতে আসা তথ্যপ্রমা෴ণ তুলে ধরে রেভান্থের বিরুদ্ধে মামলা সাজিয়েছে ইডি।
তবে কোন মামলায় রেভান্থের বিরুদ্ধে উঠেছে এই গুরুতর অভিযোগ? ২০১৫ সালে তেলাঙ্গানা বিধান পরিষদের নির্বাচনের আগে এক বিধায়ককে ঘুষ দিতে গিয়ে ধরা পড়েছিলেন রেভান্থ রেড্ডি। দাবি করা হয়, এলভিস স্টিফেনসন নামক সেই বিধায়ককে ৫০ লাখ টাকা নগদ দিচ্ছিলেন রেভান্থ। টিডিপি প্রার্থী ভেম নরেন্দর রেড্ডির পক্ষে ভোট দেওয়ার জন্যে এলভিসকে এই ঘুষ দেওয় হচ্ছিল। সেই সময় রেভান্থ টিডিপি বিধায়ক ছিলেন। পরে ২০১৮ সালে এই মামলায় তদন্ত শুরু করে ইডি। বিধায়ক এলভিসকে জেরা করে ইডি। এলভিস এই মামলায় অভিযোগকারী হয়ে যান। এদিকে ২০১৮ সালেই রেভান্থ টিডিপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। পরে ২০২৩ সালের বিধাဣনসভা নির্বাচনে তেলাঙ্গানায় বিপুল জয় পায় কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন রেভান্থ রেড্ডি।