কয়লাকাণ্ডে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, আগামিকাল (মঙ্গলবার) তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে যেতে বলা হয়েছে। যদিও আইনমন্ত্রী যাবেন কিনা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। চলতি মাসের গোড়াতেই (৬ সেপ্টেম্বর) কয়লা মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সূত্রের খবর, ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও তাঁকে দিল্লিতে তলব করা হয়। যদিও এত তাড়াতাড়ি কলকাতা থেকে দিল্লিতে যেতে পারবেন না বলে জানান অভিষেক। তারপর আগামী ২১ সেপ্টেম্বর তাঁকে দিল্লির সদর দফতরে ডেকে পাঠিয়েছে ইডি। সেই তারইমধ্যে গত বুধবার অভিষেককে ইডির তলব নিয়ে আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করেছিলেন, ঘাসফুল শিবিরের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তৃণমূল সরকারকে জব্দ করতে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অভিষেককে ন'ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর দু'দিনের ব্যবধানে আবার হাজিরার জন্য ডেকে পাঠিয়েছে। মমতা চ্যালেঞ্জ ছোড়েন, অভিষেকের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে তা দেখানো হোক। সঙ্গে হুঁশিয়ারি দেন, এজেন্সি দেখিয়ে কংগ্রেস, শরদ পওয়ারকে জব্দ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু তাঁকে জব্দ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। তৃণমূল সুপ্রিমোর সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই অভিষেককে তলব করেছে ইডি। এবার মলয়কে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। যদিও তৃণমূলের দাবি, প্রতিহিংসা-পরায়ণ রাজনীতি করছে বিজেপি।