রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে শান্তির বার্তা ভারতের। ইউক্রেনে হিংসা কমাতে ডাক দিয়েছে ভারত। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মিটিংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরকমভাবে শান্তির পক্ষে বার্তা দিলেন। এদিকে এর আগেও একাধিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলার সময় বার বারই শান্তির পক্ষে সওয়াল করেছেন মোদী। এদিকে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনাতেও সেই শান্তির কথাই উল্লেখ করলেন মোদী। সরকারি বার্তায় জানানো হয়েছে, হিংসা বন্ধ করার জন্য বার্তা দিয়েছে ভারত। পাশাপাশি শান্তি প্রচেষ্টা চালানোর জন্য সমস্ত রকমভাবে তৈরি রয়েছে ভারত। সেই বার্তাই দিয়েছে ভারত।এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করার পরে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন রাশিয়ার বিদেশমন্ত্রী। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে কোনও চাপই বাধা হয়ে দাঁড়াবে না। প্রতিরক্ষা থেকে বিনিয়োগ পর্যন্ত দুপক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে। তিনি বলেন, জাতীয় স্বার্থ ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়ে ভারতের বিদেশনীতি তৈরি হয়েছে। রাশিয়ারও সেরকমই নীতি রয়েছে। সেকারণেও উভয়ই উভয়ের ভালো বন্ধু।তাঁর সংযোজন, কোনও চাপে আমাদের বন্ধুত্বে প্রভাব পড়বে না। অন্যরা ভারত, রাশিয়া ও চিনের মধ্যে সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে। অন্যদেরকেও সেই রাজনীতির মধ্যে টেনে আনার জন্য তারা জোর করছে। ইউক্রেন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অবস্থান আপনারা জানেন। আমরা কিছুই লুকোচ্ছি না।