এদিন ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই আধিকারিকদের প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন যায়ে উপকূলবর্তী এলাকা থেকে সবাইকে যথাসময়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি মানুষকে ঝড় সম্পর্কে সচেতন করা ও বিদ্যুৎ সংযোগ যতটা সম্ভব স্বাভ⛦াবিক রাখতে সচেষ্ট হওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী মোদী।
এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ সরকারি আধিকারিক, জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের প্রতিনিধি, টেলিকম, শক্তি, অসামরিক বিমান পরিবহণ ও ভূবিজ্ঞান মন্ত্রকের সচিবরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর দফতর বিবৃতি প্রকাশ করে বলে, 'ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাতে রাজ্যগুলির সঙ্গে প্রতিনিয়ত সংযোগ রেখে চলার জন্য শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী৷ ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগ ও যোগাযো🐭গের নেটওয়ার্ক যতটা সম্ভব স্বাভাবিক রাখা এবং কোনও সমস্যা হলে দ্রুততার সঙ্গে তার মেরামতিরও নির্দেশ দিয়েছেন তিনি৷'
তাছাড়া রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সংস্থা ও কর্তৃপক্ষকে সামঞ্জস্য বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড়ের সময়ে কী করা উচিত, আর কী করা উচিত না, তা নিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলির মানুষের স্থানীয় ভাষায় নির্দেশিকা 🤪জারির জন্য আধিকারিকদের বলেছেন প্রধানমন্ত্রী৷ এনডিআরএফ-এর ৪৬টি দল তৈরি রয়েছেন৷ তাদের মধ্য়ে ১৩টি দলকে আজ হেলিকপ্টারে করে পাঠꩲানো হবে৷ ত্রাণ ও উদ্ধারে সাহায্যের জন্য তৈরি রয়েছে উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনা৷