ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (ইউএএন) সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করেছেন? যদি না করে থাকেন, তাহলে চটপট সেই কাজটা সেরে ফেলুন। কারণ আগামী ৩১ অগস্টের মধ্যে সেই কাজটা না করলে নিয়োগকারীদের দেওয়া টꦛাকা আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) জমা পড়বে না।
আপনার UAN-এর সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ আছে ?
১) -তে যান।
২) UANꦯ এবং পাসও🍌য়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন।
৩) তারপর 'Manage' ট্যাবে 'KYC' অপশন বেছে নিন।
৪) ভেরিফায়েড ড🍌কুমেন্টস ট্যাবে দেখুন। যদি আপনার আধার নম্বর 'Approved' দেখায়, তাহলে আপনার UAN-এর সঙ্গে আধার নম্বর সংযুক্ত আছে।
কীভাবে আপনার UAN-এর সঙ্গে আধার নম্বর সংযুক্ত করবেন?
১) -তে যান।
২) UAN এবং পাসওয়ার্ড দিয়ে নিজের অ্যাকাউন্টেꦍ লগ-ইন করুন।
৩) তারপর 'Manage' ট্যাবে 'KYC' অপশন বেছে নিন।
৪) নিজের তথ্য দিতে 'Aadhaar' অপশন বেছে নিন।
৫) তারপর নিজের আধার কার্ড নম্বর দিন।
৬) 'Save' বাটনে ক্লিক করুন। 'Pending KYC' দেখাবে।
৭) আপনার নিয়োগকারীকে তাতে ছাড়পত্র দিতে হবে। তারপর লাগবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপি💧এফও) ছাড়পত্র। তারপরই আধাꦿরের সঙ্গে UAN-এর সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণের প্রক্রিয়া শেষ হবে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যাতে নিয়োগকারীরা এমপ্লয়ি কাম রিটার্ন (ইসিআর) চালান ফাইল করতে পারেন এবং ইপিএফের টাকা আপনার অ্যাকাউন্টে দিতে পারেন, সেজন্য UAN-এর সঙ্গে আধার ন🐽ম্বর সংযুক্তিকরণের প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। সেই সংযুক্তিকরণের সুযোগ ৩১ অগস্ট (মঙ্গলবার) পর্যন্ত মিলবে।