বর্তমানে ভারতে বিশ্বের দ্রুততম হারে বাড়ছে Coronavirus সংক্রমণ। এমন পরিস্থিতিতে সুরক্ষাবিধি পালন আরও গুরুত্বপূর্ণ। ফলে পরিবারের সদস্যদের সংস্পর্শে আসার সময়েও সাবধানতা অবলম্বন প্রয়োজন। সোমবার এমনটাই জানালেন নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ডঃ ভি কে পাল।তিনি বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে দয়া করে অযথা বাইরে বের হবেন না। এমনকি পরিবারের মধ্যেও মাস্ক পরার অভ্যাস করুন।' তিনি জানান, মাস্ক পরা ভীষণই গুরুত্বপূর্ণ।এর পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার পেছনেও জোর দেন তিনি। ডঃ পাল বলেন, 'বাড়িতে কাউকে আমন্ত্রণ করবেন না।' বর্তমান পরিস্থিতিতে আরও বেশি সতর্কতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে টিকাকরণের গুরুত্বও আরও একবার তুলে ধরেন তিনি। ডঃ পাল বলেন, 'বর্তমান পরিস্থিতিতেও টিকাকরণের গতি কমতে দেওয়া চলবে না। উল্টে আরও বেশি করে টিকাকরণ করতে হবে।' করোনা টিকাকরণ নিয়ে অনেকের বিভ্রান্তিও দূর করেন তিনি। তিনি বলেন, 'অনেকে প্রশ্ন করছেন, ঋতুস্রাব চলাকালীন করোনা টিকা নেওয়া যাবে কিনা। এর উত্তর হল হ্যাঁ, ঋতুস্রাবের সময়েও টিকা নিলে কোনও ভয় নেই।'