বাংলাদেশে সরকার বদলের পরেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এবং তাঁর দলের নেতাকর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। ইতিমধ্যেই আওয়ামী লিগের বেশ কয়েকজন নেতা এবং প্রাক্তন বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। আর এবার ভারত ছেড়ে পালানোর সময় আটক হলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। বাংলাদেশি সীমান্তরক্ষীরা (বিজিবি🐻) ভারত সীমান্তের কাছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়। সিলেটে তাঁকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ♏বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে কলকাতার রাজপথে মিছিল হিন্দু জাগরণ মঞ্চের
🔴আওয়ামী লিগের নেতা আসম ফিরোজকে তাঁর বাড়ি থেকে গ্রেফতারের কয়েক ঘণ্টা পর প্রাক্তন বিচারপতিকে আটক করা হয়।বিজিবির সদর দফতর থেকে এক এসএমএসে সাংবাদিকদের একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি ছিলেন। মানিককে মধ্যরাত পর্যন্ত বিজিবি ফাঁড়িতে রাখা হয়।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা নিয়ে সহিংস বিক্ষোভের মধ্যে দিয়ে হাসিনার সরকারের পরিবর্তন হয়। তিনি ৫ অগস্ট ভারতে পালিয়ে যান। এর আগে, জুলাইয়ের মাঝামাঝি থেকে সরকার বিরোধী বিক্ষোভে ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। গত ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসജ। তারপরই প্রাক্তন মন্ত্রীসহ আওয়ামীর বেশ কয়েকজন নেতাকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
ಌবাংলাদেশ সেনাবাহিনী এর আগে বলেছে যে হাসিনার আওয়ামী লিগের কয়েকশো নেতা এবং অন্যদের জীবন ঝুঁকিতে থাকায় তাদের সেনা ছাউনিতে আশ্রয় দেওয়া হয়েছে। প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রাক্তন উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা একটি নৌকায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এর পাশপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও জমছে মামলার পাহাড়। তাঁর বিরুদ্ধে খুন, অপহরণ সহ একাধিক মামলা রুজু করেছে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে, এরইমধ্যে হাসিনা এবং প্রাক্তন মন্ত্রী, সাংসদদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। যার ফলে আরও অস্বস্তিতে পড়েছেন শেখ হাসিনা।